মালদা, 29 সেপ্টেম্বর : এর আগে মালদার (Malda) গাজোলে বিরোধীদের উদ্দেশ্যে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তৃণমূলের (Trinamool Congress) জেলা সভাপতি আবদুর রহিম বকসি ৷ এনিয়ে রাজ্য জুড়ে ঝড় উঠেছিল ৷ কিন্তু তাতেও পালটাননি তিনি ৷ আরও একবার প্রকাশ্যে তিনি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) বিরোধীদের বুথছাড়া করার হুঁশিয়ারি দিয়েছেন ৷ এদিকে বিরোধীদের তরফে জেলা কংগ্রেসের সহ-সভাপতির বক্তব্য, সাবধান হোক তৃণমূলই ৷ মানুষই তাদের ঘরছাড়া করবে ৷
গতকাল, বুধবার মালতিপুর বিধানসভা কেন্দ্রের শ্রীপুরে তৃণমূলের একটি সভা ছিল ৷ সেই সভায় উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি আবদুর রহিম বকসি ৷ ছিলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তজমুল হোসেন, আইএনটিটিইউসি (INTTUC) জেলা সভাপতি শুভদীপ সান্যাল, এটিএম রফিকুল হোসেনের মতো নেতৃত্বও ৷
পঞ্চায়েত ভোটে বিরোধীদের বুথে ঢুকতে দেওয়া হবে না, বিতর্কিত মন্তব্য মালদা তৃণমূলের সভাপতির সেখানেই বক্তব্য রাখতে গিয়ে রহিম সাহেব বলেন, “কংগ্রেস ও সিপিএমের বন্ধুরা জেনে রাখ, আগামী পঞ্চায়েত নির্বাচনে তোমাদের যোগ্য জবাব দেব ৷ তৃণমূল কংগ্রেস তোমাদের বুথছাড়া করবে ৷ তোমাদের হুঁশিয়ার করে দিতে চাইছি ৷ আগামিদিনে বুথে তোমাদের কোনও স্থান নেই ৷ তোমরা বুথের বাইরে থাকবে ৷ ভেবেছ, তৃণমূল কংগ্রেসকে খতম করে দেওয়া যাবে ৷ তোমাদের এই ভাবনা ভুল ৷ বুথে বুথে তৃণমূলের কর্মীরা তৈরি ৷ তোমরা শুধু বুথে ঢুকে দেখাও ৷”
শুধু বক্তব্য রাখার সময়ই নয় ৷ পরে সংবাদমাধ্যমের ক্যামেরাতেও বিরোধীদের একই ভাষায় হুমকি দেন জেলা তৃণমূলের সভাপতি ৷ বলেন, “সম্প্রতি শ্রীপুর হাই মাদ্রাসায় নির্বাচন হয়েছে ৷ সেখানে সিপিএম-কংগ্রেসের সঙ্গে মাদ্রাসার টিআইসি জোট বেঁধে ভোটে কারচুপি করেছে ৷ ছ’শোর উপর ভোট পড়লেও সাড়ে চারশো ব্যালটের সন্ধান মিলেছে ৷ এনিয়ে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি ৷ ভোটের পর সিপিএমের এক নেতা (শতরূপ ঘোষ) এলাকায় এসে খারাপ খারাপ কথা বলে গিয়েছেন ৷ আমরা কংগ্রেস-সিপিএম-বিজেপিকে হুঁশিয়ারি দিচ্ছি, তৃণমূল কর্মীরা চুপ করে বসে আছে বলে আমাদের দুর্বল ভাবার কোনও কারণ নেই ৷ দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) নির্দেশে কর্মীরা কিছু করছে না ৷ কিন্তু বেশিক্ষণ তারা চুপ করে থাকবে না ৷ আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ওদের বুথে ঢুকতে দেবে না ৷ আজ সেই হুঁশিয়ারি দিয়ে রাখলাম ৷”
রহিম সাহেবের এই হুঁশিয়ারিকে অবশ্য গুরুত্ব দিচ্ছে না বিরোধীরা ৷ এলাকার প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেসের-সহ সভাপতি আলবেরুণি জুলকারনাইন এনিয়ে বলেন, “তৃণমূল গণতন্ত্রে বিশ্বাস করে না ৷ ভয় ও সন্ত্রাসে ভর করে ওরা ভোটে জিততে চায় ৷ আগের পঞ্চায়েত নির্বাচনের মতো এবারও আগে থেকেই তারা সন্ত্রাস তৈরি করতে এসব মন্তব্য করছে ৷ শ্রীপুর মাদ্রাসা নির্বাচনে ওরা ছাপ্পা করার পরও বিরোধী জোট জিতেছে ৷ এতে তারা ভয় পেয়েছে ৷ বুঝতে পেরেছে, মানুষ তাদের প্রত্যাখ্যান করতে শুরু করেছে ৷ তাই তাদের মাথা ঠিক নেই ৷ প্রশাসনকে কাজে লাগিয়ে তারা আমাদের উপর মিথ্যে মামলা দেওয়ার চেষ্টা করবে ৷ আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষ তাদেরই বুথ ও ঘরছাড়া করবে ৷ আমরা আশাবাদী, এবার প্রশাসন সুষ্ঠুভাবে নির্বাচন করাবে ৷ নইলে মানুষই প্রতিরোধ গড়ে তুলবে ৷”
আরও পড়ুন :মালদায় মুখ্যমন্ত্রীর মুড়ি-তেলেভাজা ও চা বিক্রি মন্তব্যের প্রতিবাদ বাম সংগঠনের