মালদা, 12 অক্টোবর : ইংরেজবাজারের জহুরাতলায় কেটে গিয়েছিল তাল ৷ বিধানসভাভিত্তিক প্রথম সভাতেই ঝোলা থেকে বেরিয়ে পড়েছিল বিড়াল ৷ প্রকাশ্য মঞ্চে নাম না করে দুই গোষ্ঠী একে অন্যের বিরুদ্ধে ছুড়ে দিয়েছিল মন্তব্য ৷ সেই ঘটনা থেকে শাসকদলের জেলা নেতৃত্ব যে অনেকটাই শিক্ষা নিয়েছে তা আজ বোঝা গিয়েছে কালিয়াচক হাইস্কুল মাঠে ৷ সেখানে আজ সুজাপুর বিধানসভা কেন্দ্রের দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে সভা করে তৃণমূল ৷ এই সভায় দলের তথাকথিত সব গোষ্ঠীর নেতৃত্বকেই দেখা গিয়েছে ৷ আজ সভামঞ্চ থেকে বিপক্ষ গোষ্ঠীর উদ্দেশ্যে কেউ কোনও মন্তব্যও করেননি ৷ যা দেখে উচ্ছ্বসিত জেলা তৃণমূল শীর্ষ নেতৃত্ব ৷
জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর, চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ছাড়াও আজ সভায় উপস্থিত ছিলেন অম্লান ভাদুড়ি, সাবিনা ইয়াসমিন, প্রসেনজিৎ দাস কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সামিজুদ্দিন আহমেদ সহ জেলা ও ব্লক তৃণমূলের সমস্ত নেতানেত্রী ৷ সভায় ভিড়ও ছিল যথেষ্ট ৷ যা দেখে উচ্ছ্বসিত দলের জেলা কো-অর্ডিনেটর অম্লান ভাদুড়ি বলেন, "আমরা দেখতে পাচ্ছি সব বিভেদ ভুলে দলের কর্মী-সমর্থকরা আজ একজোট ৷ আমরা চাই, এই জোট যেন বিধানসভা নির্বাচন পর্যন্ত বজায় থাকে ৷ আমরা এখনও পর্যন্ত কখনও সুজাপুর কেন্দ্রে জয় পাইনি ৷ আজকের ছবি দেখে আমাদের মনে হচ্ছে, আগামী নির্বাচনে আমরা এবার এই কেন্দ্রে জয় পাব৷ কেন্দ্রের BJP সরকার সারা দেশে অশান্তির বাতাবরণ তৈরি করেছে ৷ খুন, ধর্ষণ চলছে দেশজুড়ে ৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে মানুষ শান্তিতে রয়েছে ৷ এই জেলাতেও সেই শান্তি ধরে রাখতে হবে ৷ BJP-কে রুখতেই হবে৷ এবার এই রাজ্যকে টার্গেট করেছে ওই অশুভ শক্তি ৷ তাদের রুখতেই হবে ৷ নইলে আগামীতে উত্তরপ্রদেশের মতো এখানেও অশান্তির আগুন জ্বলবে ৷"