মালদা, 24 জুলাই: মালদার পাকুয়াহাটে নারী নির্যাতনের অভিযোগের রেশ গিয়েছে দিল্লিতে ৷ সোমবার লোকসভার অধিবেশন শুরুর আগে এই ঘটনা নিয়ে গান্ধিমূর্তির সামনে বিক্ষোভ দেখান রাজ্যের বিজেপি সাংসদরা ৷ যা নিয়ে মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু তথা বিজেপির নেতৃকে নিশানা করল মালদার তৃণমূল নেতৃত্ব ৷ খগেন মুর্মু দিল্লিতে গিয়ে নাটক করছেন বলে কটাক্ষ করলেন মালদা তৃণমূলের শীর্ষ নেতা দুলাল সরকার ৷ তাঁর দাবি, পাকুয়াহাটে নারী নির্যাতনের ঘটনায় কোনও রাজনৈতিক যোগ নেই ৷ পুরোটাই হাটের মাঝে চোর অপবাদে দুই মহিলাকে মারধর করা হয় ৷
সাংসদ খগেন মুর্মুকে কটাক্ষ করে দুলাল সরকার বলেন, “আর এক বছরের মধ্যে লোকসভা নির্বাচন ৷ খগেন মুর্মু চার বছর ধরে উত্তর মালদার সাংসদ ৷ তিনি নিজের এলাকায় কোনও উন্নয়ন করেননি ৷ মণিপুরে তাঁর দলই সরকারে আছে ৷ সেখানে যেভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, তা নিয়ে তিনি কোনও কথা বলছেন না ৷ হঠাৎ হাটের মধ্যে চোর অপবাদে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেছেন ৷’’
ওই তৃণমূল নেতার দাবি, ‘‘বামনগোলার ওই ঘটনায় কোনও রাজনৈতিক যোগ নেই ৷ তবে, এর ক’দিন আগে সেখানে বিজেপি পুলিশের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েছিল ৷ ওই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা ছিল ৷ তারই জেরে ক্ষিপ্ত মানুষজন ওই দুই মহিলাকে মারধর করেছে ৷ এখন বলা হচ্ছে, সেখানে পুলিশ আর সিভিক ভলান্টিয়াররা নাকি নীরব দর্শক ছিল ৷ অথচ সেখানে অনেক মানুষকে দেখা গিয়েছে ৷ কেন একজনও দুই মহিলাকে রক্ষা করতে এগিয়ে এলেন না ? আসলে এসব খগেন মুর্মুর নাটক ৷’’