পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"ছুটি নয়, পড়াতে চাই, পড়তে চাই", মালদায় বিক্ষোভ শিক্ষকদের - teachers agitation

মিছিল থেকে শিক্ষকরা বলেন, তাঁরা অবৈধ ছুটি চান না । এতে পড়ুয়াদের ভবিষ্যত নষ্ট হবে । অপ্রয়োজনীয় ছুটি দিয়ে শিক্ষক-শিক্ষিকাদের হেয় করার চেষ্টা করছে রাজ্য সরকার ।

মালদায় বিক্ষোভ শিক্ষকদের

By

Published : May 9, 2019, 5:39 AM IST

Updated : May 9, 2019, 5:51 AM IST

মালদা, 9 মে : "ছুটি নয়, পড়াতে চাই, পড়তে চাই" এই স্লোগান তুলে গতকাল মালদা শহরে মিছিল করেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সদস্যরা । মিছিল শেষে তাঁরা জেলা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখান । এরপর জেলা বিদ্যালয় পরিদর্শককে (মাধ্যমিক) ডেপুটেশন জমা দেন ।

সংগঠনের সভাপতি মনোরঞ্জন দাস বলেন, "সংগঠনের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে জানাতে চাই, গোটা রাজ্যের ছাত্র-ছাত্রীদের কথা ভেবে সমস্ত স্কুল অবিলম্বে খুলতে হবে । স্কুলের সমস্ত কাজ থমকে রয়েছে । পরীক্ষা নেওয়া যাচ্ছে না । প্রায় 2 মাসের ছুটির জন্য সিলেবাস কোনওমতেই শেষ করা যাবে না । এর মধ্যে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে । উত্তীর্ণ পড়ুয়ারা ক্লাস ইলেভেনে ভরতি হবে । ছুটির জন্য তাদের ভরতি নেওয়া সম্ভব হবে না । ক্লাস ইলেভেন থেকে যারা টুয়েলভে উঠেছে, তাদের ক্লাস শুরু করা সম্ভব হবে না ।" তিনি আরও বলেন, "আমরা শিক্ষকরা মনে করি, আমাদের বাড়তি ছুটির প্রয়োজন নেই । সরকার আমাদের বসিয়ে বসিয়ে মাইনে দিক, তা আমরা চাই না । যে কাজের জন্য সরকার আমাদের নিযুক্ত করেছে, সেই কাজ আমাদের করতে দেওয়া হোক ।"

দেখুন ভিডিয়ো

এপ্রসঙ্গে সংগঠনের সম্পাদক অরুণকুমার প্রসাদ বলেন, "রাজ্য সরকারের ঘোষণা করা প্রায় 2 মাস অপ্রয়োজনীয় ছুটির বিরুদ্ধে আজ আমরা জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের কাছে এসেছি । তাঁর মাধ্যমে আমরা সরকারের কাছে এই ছুটি প্রত্যাহারের আবেদন জানাচ্ছি । দীর্ঘ এই ছুটির জন্য ছাত্র-ছাত্রীদের পড়াশোনার অসুবিধে হবে । পরীক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে । অপ্রয়োজনীয় এই ছুটি দিয়ে শিক্ষক-শিক্ষিকাদের হেয় করার চেষ্টা করছে রাজ্য সরকার । সরকারের এই অনৈতিক কাজের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি । আমরা চাই স্কুলের জন্য নির্ধারিত গরমের ছুটিই শুধু দেওয়া হোক । যদি কোনও প্রাকৃতিক দুর্যোগ হয় তবে দু'একদিন ছুটি বাড়তে পারে । কিন্তু এই অবৈধ ছুটি আমরা নিতে চাই না ।"

Last Updated : May 9, 2019, 5:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details