মালদা, 13 জুলাই : সাইবার প্রতারণার শিকার হলেন মালদার এক শিক্ষক । রিচার্জ না করালে সিমকার্ড বন্ধ হয়ে যাবে, একথা বলে প্রতারকেরা ফাঁদে ফেলে শিক্ষককে ৷ তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব করে 3 লাখ টাকা ৷ সমস্ত ঘটনা জানিয়ে পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষক ।
প্রতারিত শিক্ষকের নাম শুভময় চৌধুরী । তিনি মালদা শহরের টাউন হাইস্কুলের ইংরেজি ভাষার সহ শিক্ষক । বাড়ি শহরের সিঙ্গাতলা এলাকায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে টেলিকম সংস্থার কর্মীর পরিচয় দিয়ে ফোন আসে শিক্ষকের কাছে ৷ ফোনে জানানো হয়, এখনই 10 টাকার রিচার্জ না করলে সিম বন্ধ হয়ে যাবে ৷ এই কথায় দ্রুত 10 টাকা রিচার্জ করেন শিক্ষক ৷ এর পর ফের তাঁকে একটি অ্যাপ লিঙ্ক ডাউনলোড করতে বলা হয় ভেরিফিকেশনের জন্য ৷ সেটি তিনি ডাউনলোড করতেই গুগল পে থেকে 25 হাজার টাকা কেটে নেওয়া হয় ৷ সেই কথা টেলিকম সংস্থার পরিচয় দেওয়া ব্যক্তিকে জানালে তিনি জানান, কিভাবে ওই টাকা ফেরত পাওয়া যাবে ৷ শিক্ষক সেই মতো গুগল পে অ্যাপে ঢুকলে সেখানে দেখানে হয়, টাকা ফেরত পেতে একটি গেম খেলতে হবে ৷ টাকা ফেরত পাওয়ার আশায় সেই গেমও খেলেন শিক্ষক ৷ এর পর দফায় দফায় 3 লাখ 8 হাজার টাকা গায়েব হয়ে যায় শিক্ষকের গুগল পে-র সঙ্গে সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৷ প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পরে সমস্ত ঘটনা জানিয়ে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করেন শুভময় চৌধুরী ৷