মালদা, 24 সেপ্টেম্বর: জাতীয় মঞ্চে রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন ইংরেজবাজারের শোভানগর হাইস্কুলের শিক্ষক (Malda Shobhanagar High School) এবং পড়ুয়ারা ৷ পুজোর আগে তাই খুশির হাওয়া বইছে শোভানগর হাইস্কুলে ৷ পড়ুয়াদের সাফল্যে উচ্ছ্বসিত সহপাঠী-সহ স্কুলের হাজার তিনেক পড়ুয়া ৷ তাদের সাফল্য অন্যদেরও উচ্চাশা বাড়িয়ে দিয়েছে ৷ বেশিরভাগ পড়ুয়াই চাইছে, তারাও জাতীয় কিংবা রাজ্যস্তরের কোনও প্রতিযোগিতায় অংশ নেবে ৷ তাদের এই আশা সফল করতে উদ্যোগ নিচ্ছেন শিক্ষকরা ৷ সিলেবাসের পাশাপাশি পড়ুয়াদের অন্যান্য দিকে তৈরি করতে তাঁরা যা প্রয়োজন, সেটাই করবেন বলে ইটিভি ভারতকে জানিয়েছেন প্রধান শিক্ষকত ড. হরিস্বামী দাস ৷
গত 16-18 সেপ্টেম্বর উত্তর প্রদেশের প্রতাপগড়ে 16তম জাতীয় ম্যাথমেটিক্স কনভেশন (16th National Mathematics Convention) এবং রাষ্ট্রীয় শিক্ষিক মহাকুম্ভ অনুষ্ঠিত হয় ৷ দেশের 26টি রাজ্য থেকে বিভিন্ন স্কুল এই কনভেনশনে অংশগ্রহণ করেছিল ৷ সেখানে রাজ্যের একমাত্র প্রতিনিধি ছিল ইংরেজবাজারের শোভানগর হাইস্কুল ৷ প্রতিযোগিতায় অংসখ্য ছাত্রছাত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে পুরস্কৃত হয়েছে শোভানগর হাইস্কুলের মাহিরুজ্জামান এবং মিসবাহুলরা ৷
16তম জাতীয় ম্যাথমেটিক্স কনভেশন এবং রাষ্ট্রীয় শিক্ষিক মহাকুম্ভ উদ্যোক্তা ছিল অল ইন্ডিয়া রামানুজম ম্যাথ ক্লাব ও ন্যাশনাল কাউন্সিল অফ টিচার সায়েন্টিস্ট ৷ দেশের নামী বিজ্ঞানী, শিক্ষক, কেরিয়ার কাউন্সিলর-সহ অনেকে এই কনভেনশনে অংশ নিয়েছিলেন ৷ সেখানে শোভানগর হাইস্কুলের পড়ুয়াদের সাফল্য, অন্যদের স্বপ্ন দেখাতে শুরু করেছে ৷ এ বার অধিকাংশ পড়ুয়া চাইছে জাতীয় কিংবা রাজ্যস্তরের কোনও প্রতিযোগিতায় অংশ নিতে ৷ তাই তাদের সেই আশা সফল করতে উদ্যোগ নিচ্ছেন স্কুলের শিক্ষকরাই ৷