মালদা, 10 জুলাই : এবার কোরোনা সংক্রমিত হলেন এক উচ্চপদস্থ রেলকর্তা ৷ আজ তাঁর লালারসের নমুনায় কোরোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ আগেই তাঁর দপ্তরের এক কর্মী কোরোনা সংক্রমিত হয়েছিলেন ৷ তারপর থেকে বন্ধ রয়েছে মালদা ডিভিশনাল রেলওয়ের কমার্শিয়াল দপ্তর ৷ এরই মধ্যে ওই কর্তার কোরোনা সংক্রমণ আতঙ্ক ছড়িয়েছে গোটা DRM ভবনে ৷ তবে এ বিষয়ে আজ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার যতীন্দ্র কুমারের সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷
বুধবার পূর্ব রেলের মালদা ডিভিশনের কমার্শিয়াল দপ্তরের এক কর্মীর লালারসের নমুনায় কোরোনা সংক্রমণ ধরা পড়ে ৷ সঙ্গে সঙ্গে ১৪ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয় ওই দপ্তর ৷ দু’দিন বন্ধ থাকে গোটা DRM বিল্ডিং ৷ সম্পূর্ণ ভবন জীবাণুমুক্ত করার পর আজই DRM বিল্ডিং-এ কাজকর্ম চালু হয়েছে ৷ কমার্শিয়াল দপ্তর ছাড়া ওই ভবনে থাকা অন্যান্য দপ্তরগুলিতে আজ কাজও হয়েছে ৷