পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার কোরোনায় সংক্রমিত মালদা ডিভিশনের রেলকর্তা

মালদা ডিভিশনের উচ্চপদস্থ রেলকর্তা কোরোনায় আক্রান্ত । বন্ধ করে দেওয়া হয়েছে মালদা ডিভিশনাল রেলওয়ের কমার্শিয়াল দপ্তর ৷

Covid positive rail officer
Covid positive rail officer

By

Published : Jul 11, 2020, 1:59 AM IST

মালদা, 10 জুলাই : এবার কোরোনা সংক্রমিত হলেন এক উচ্চপদস্থ রেলকর্তা ৷ আজ তাঁর লালারসের নমুনায় কোরোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ আগেই তাঁর দপ্তরের এক কর্মী কোরোনা সংক্রমিত হয়েছিলেন ৷ তারপর থেকে বন্ধ রয়েছে মালদা ডিভিশনাল রেলওয়ের কমার্শিয়াল দপ্তর ৷ এরই মধ্যে ওই কর্তার কোরোনা সংক্রমণ আতঙ্ক ছড়িয়েছে গোটা DRM ভবনে ৷ তবে এ বিষয়ে আজ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার যতীন্দ্র কুমারের সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷

বুধবার পূর্ব রেলের মালদা ডিভিশনের কমার্শিয়াল দপ্তরের এক কর্মীর লালারসের নমুনায় কোরোনা সংক্রমণ ধরা পড়ে ৷ সঙ্গে সঙ্গে ১৪ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয় ওই দপ্তর ৷ দু’দিন বন্ধ থাকে গোটা DRM বিল্ডিং ৷ সম্পূর্ণ ভবন জীবাণুমুক্ত করার পর আজই DRM বিল্ডিং-এ কাজকর্ম চালু হয়েছে ৷ কমার্শিয়াল দপ্তর ছাড়া ওই ভবনে থাকা অন্যান্য দপ্তরগুলিতে আজ কাজও হয়েছে ৷

এদিকে জানা গেছে, কমার্শিয়াল দপ্তরের ওই কর্মীর কোরোনা সংক্রমণের পর অন্য কর্মী ও আধিকারিকদেরও লালারসের নমুনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় রেল দপ্তর ৷ আজ কয়েকজনের নমুনা পরীক্ষার রিপোর্ট জানা যায় ৷

তবে দপ্তর সূত্রে জানা গেছে, সংক্রমিত রেলকর্তা মালদা ডিভিশনের দায়িত্বভার নিয়েছেন ৷ এর আগে তিনি কাটিহার ডিভিশনে সিনিয়র DCM পদে কর্মরত ছিলেন ৷ এখনও তিনি সরকারি কোয়ার্টার পাননি ৷ তাই বর্তমানে তিনি রেল কলোনিতে থাকা রেলের অতিথিশালা, কালিন্দ্রী ভবনে রয়েছেন ৷

আপাতত সেখানেই তাঁকে হোম আইসোলেশনে রাখা হয়েছে ৷ জানা গেছে, তাঁর মধ্যে কোরোনার কোনও উপসর্গ নেই ৷ দপ্তরের কর্মীদের অভিমত, তিনি গোষ্ঠী সংক্রমণের শিকার হয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details