পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda School: রাজ্যের একমাত্র প্রতিনিধি হিসাবে জাতীয় মঞ্চে সফল ইংরেজবাজারের শোভানগর হাইস্কুল

চলতি মাসের 16 থেকে 18 তারিখ উত্তর প্রদেশের (Uttar Pradesh) প্রতাপগড়ে 16তম জাতীয় ম্যাথমেটিক্স কনভেশন (Mathematics Convention) এবং রাষ্ট্রীয় শৈক্ষিক মহাকুম্ভ অনুষ্ঠিত হয় ৷ সেখানে সাফল্য পেয়েছেন ইংরেজবাজারের শোভানগর হাইস্কুলের শিক্ষক ও ছাত্ররা ৷

malda-school-excels-in-national-level-as-only-educational-institution-from-bengal
Malda School: রাজ্যের একমাত্র প্রতিনিধি হিসাবে জাতীয় মঞ্চে সফল ইংরেজবাজারের শোভানগর হাইস্কুল

By

Published : Sep 20, 2022, 10:55 PM IST

মালদা, 20 সেপ্টেম্বর : ইচ্ছে থাকলে যে উপায় হয়, তা আরও একবার প্রমাণ করল মালদার (Malda) একটি গ্রামীণ স্কুলের পড়ুয়ারা ৷ জাতীয় স্তরের শিক্ষামূলক প্রতিযোগিতায় রাজ্যের একমাত্র প্রতিনিধি হয়ে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে তারা ৷ শুধু পড়ুয়ারাই নয়, ওই মঞ্চে প্রথম পুরস্কার পেয়েছেন স্কুলের এক শিক্ষকও ৷ এই মুহূর্তে স্কুলে এখন শরতের খুশির হাওয়া ৷ ইটিভি ভারতের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি ৷

16 থেকে 18 সেপ্টেম্বর উত্তর প্রদেশের (Uttar Pradesh) প্রতাপগড়ে 16তম জাতীয় ম্যাথমেটিক্স কনভেশন (Mathematics Convention) এবং রাষ্ট্রীয় শৈক্ষিক মহাকুম্ভ অনুষ্ঠিত হয় ৷ দেশের 26টি রাজ্য থেকে বিভিন্ন স্কুল এই কনভেনশনে অংশগ্রহণ করে ৷ এর উদ্যোক্তা ছিল অল ইন্ডিয়া রামানুজম ম্যাথ ক্লাব ও ন্যাশনাল কাউন্সিল অফ টিচার সায়েন্টিস্ট ৷

উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কনভেনশনের উদ্বোধন করেন ৷ প্রধান অতিথি ছিলেন দেশের আইআইটি ইঞ্জিনিয়ার তৈরির কারিগর আনন্দ কুমার ৷ গোটা দেশ থেকে প্রচুর নামি বিজ্ঞানী, শিক্ষক, ক্যারিয়ার কাউন্সেলর-সহ আরও অনেকে এই কনভেনশনে অংশ নেন ৷

শোভানগর হাইস্কুল

সেখানে এরাজ্যের একমাত্র প্রতিনিধি ছিল ইংরেজবাজারের শোভানগর হাইস্কুল ৷ দেশের অসংখ্য পড়ুয়াদের সঙ্গে পাল্লা দিয়ে মাহিরুজ্জামান, মিসবাউলরা পুরস্কার ছিনিয়ে নিয়েছে ৷ তাৎক্ষণিক বক্তৃতায় প্রথম স্থান পেয়েছেন স্কুলের শিক্ষক সোমনাথ চট্টোপাধ্যায়ও ৷ এই শিক্ষক ও ছাত্রদের নিয়ে গর্বিত গোটা স্কুল ৷ এই গর্ব রাজ্যের মুকুটেও নতুন পালক ৷

পুরস্কার প্রাপ্ত শিক্ষক ও ছাত্রদের সঙ্গে প্রধান শিক্ষক

শিক্ষক আর পড়ুয়াদের সঙ্গে সেই জাতীয় মঞ্চে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ড. হরিস্বামী দাস ৷ তিনি বলছেন, “26টি রাজ্যের কনভেশনে পশ্চিমবঙ্গের প্রতিনিধি শুধুমাত্র আমরা ৷ এটা ভেবেই খুব গর্ববোধ করেছিলাম ৷ সেখানে অঙ্কের উপর নানা প্রতিযোগিতা হয়েছিল ৷ স্কুলের চার ছাত্র ও তাদের প্রশিক্ষক সোমনাথ চট্টোপাধ্যায় সেখানে আমাদের স্কুলের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন ৷ দেশের নামিদামি ব্যক্তিত্বের উপস্থিতিতে আমাদের স্কুলের ছাত্ররা যেভাবে রাজ্যের প্রতিনিধিত্ব করেছে, তাতে আমি গর্বিত ৷ এতদিন আমাদের ছেলেরা জেলা ও রাজ্যস্তরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৷ সফলও হয়েছে ৷ কিন্তু এত বড় মঞ্চে তারা প্রথমবার প্রতিনিধিত্ব করল ৷ সোমনাথবাবুও তাৎক্ষণিক বক্তৃতায় প্রথম হয়েছেন ৷ আমরা খুব গর্বিত ৷”

প্রধান শিক্ষকের সঙ্গে পুরস্কার প্রাপ্ত শিক্ষক সোমনাথ চট্টোপাধ্যায়

স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক সোমনাথবাবু বলেন, “কনভেনশনে দেশের 26টি রাজ্যের প্রতিনিধিরা ছিলেন ৷ প্রচুর ছাত্রছাত্রীও ছিল ৷ ওই মঞ্চে ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড ম্যাথমেটিক্সের উপর তাৎক্ষণিক বক্তৃতা দেওয়ার সুযোগ হয় আমার ৷ তাতে আমি এই বিষয়ের উপর প্রথম হয়েছি ৷ ছাত্রাবস্থায় এত বড় আসরে প্রতিনিধিত্ব করার সুযোগ পাইনি ৷ শিক্ষক হয়ে সেই সুযোগ পেলাম৷ অপূর্ণতা এবার পূর্ণ হল ৷ স্কুলের পড়ুয়াদের আমরা সবসময় জাতীয় স্তরের বিভিন্ন পরীক্ষার বিষয়ে প্রশিক্ষণ দিয়ে চলেছি৷ আশা করছি, আগামীতে পড়ুয়ারা দেশের কাছে এই স্কুলের মুখ উজ্জ্বল করবে ৷”

জাতীয় মঞ্চে সফল ইংরেজবাজারের শোভানগর হাইস্কুল

প্রতাপগড়ে পড়ুয়াদের টিম লিডার ছিল নবম শ্রেণির মিসবাউল হক ৷ নিজের অভিজ্ঞতার কথা ইটিভি ভারতকে জানায় সে ৷ জামাকাপড় রাখা নিয়ে ভিনরাজ্যের পড়ুয়াদের সঙ্গে মন কষাকষির কথাও তার গলায় উঠে আসে ৷ সে বলে, “আড়াই মাস আগে জানতে পারি, প্রতাপগড়ে অঙ্কের কনভেনশনে যেতে হবে ৷ সেখানে কেমন প্রশ্ন হবে, তার কিছু ইঙ্গিত আমাদের দেওয়া হয়েছিল ৷ সেসবের কিছু আমাদের সিলেবাসে নেই ৷ প্রস্তুতির হাতিয়ার হয়ে ওঠে ইউটিউব আর স্কুলের অঙ্কের শিক্ষক সামাদ স্যার ৷ ভালো প্রস্তুতি নিয়েই আমরা সেখানে গিয়েছিলাম ৷”

শোভানগর হাইস্কুলের বেশিরভাগ পড়ুয়াই গঙ্গা ভাঙন (Erosion of Ganges) উদ্বাস্তু পরিবারের ৷ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ৷ যেমন বিলাস ঘোষের বাবা সাইকেল সারানোর মিস্ত্রি ৷ মহিরুজ্জামানের বাবা ক্ষুদ্র ব্যবসায়ী ৷ শেখ নবিদুল হোসেনের বাবা মাছের ব্যবসা করেন ৷ তারাই জাতীয় মঞ্চে মুখ উজ্জ্বল করেছে স্কুলের, এই জেলার, এমনকি রাজ্যেরও ৷ রাজ্যের শিক্ষাঙ্গন নিয়ে যখন গোটা দেশেই নানা প্রশ্ন উঠছে, ঠিক সেই সময় এই স্কুলের শিক্ষক ও পড়ুয়ারা যেন কিছুটা ঠান্ডা হাওয়ার ঝলক এনে দিলেন ৷

আরও পড়ুন :পরিবেশ নিয়ে গবেষণার জন্য বিদেশে পাড়ি দিচ্ছেন মালদার অন্বেষা

ABOUT THE AUTHOR

...view details