পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

FIFA World Cup 2022: জনসংযোগ বাড়াতে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ দেখাচ্ছে মালদা পুলিশ - জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ দেখাচ্ছে মালদা পুলিশ

জেলা জুড়ে প্রত্যন্ত এলাকায় জায়ান্ট স্ক্রিনে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2022) দেখাচ্ছে পুলিশ ৷ তাদের লক্ষ্য সচেতনতা বৃদ্ধি ও জনসংযোগ করা ৷

Malda police showing FIFA World Cup on giant screen
Malda police showing FIFA World Cup on giant screen

By

Published : Dec 18, 2022, 2:26 PM IST

জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ দেখাচ্ছে মালদা পুলিশ

মালদা, 18 ডিসেম্বর: ফুটবল জ্বরে মেতেছে সারা বিশ্ব (FIFA World Cup 2022) ৷ আর তাকেই হাতিয়ার করে ময়দানে নেমেছে জেলা পুলিশ ৷ কোথাও জায়ান্ট স্ক্রিনে, কোথাও টিভি নিয়ে এসে ৷ ফুটবলের প্রতি খুদেদের আগ্রহ বাড়ানো ও জনসংযোগ বৃদ্ধিকে মাথায় রেখে জেলা পুলিশের এই উদ্যোগ ৷

কয়েকঘণ্টা পরেই ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্তিনা ও ফ্রান্স (FIFA World Cup Final) ৷ মেসি বনাম এমবাপের সেই উত্তাপ ছড়িয়েছে মালদা জেলাতেও ৷ সেই সুযোগকে হাতছাড়া করতে রাজি হয়নি জেলা পুলিশের আধিকারিকরা ৷ বিশ্বকাপের মঞ্চকে ব্যবহার করে যেমন নতুন প্রজন্মের ফুটবলারদের উৎসাহিত করতে মরিয়া, তেমনই পঞ্চায়েত নির্বাচনের আগে এই সুযোগে জনসংযোগ বৃদ্ধিরও পরিকল্পনাকে বাস্তবে রূপ দিচ্ছে পুলিশ আধিকারিকরা ৷

জেলার বিভিন্ন থানা এলাকায় ইতিমধ্যে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো শুরু হয়েছে ৷ দুই সেমি ফাইনালের পর আজ ফাইনাল খেলাও দেখাতে চলেছে মালদা জেলা পুলিশ ৷ জনসংযোগের পাশাপাশি সচেতনতা বাড়াতেও এই মঞ্চকে ব্যবহার করছে জেলা পুলিশ । খেলার বিরতিতে সাইবার ক্রাইমের নানা তথ্য তুলে ধরা হচ্ছে সেই জায়ান্ট স্ক্রিনে (Malda police showing FIFA World Cup) ।

পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, "এর আগেও আমরা খেলাধূলোয় আগ্রহী ছেলেমেয়েদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি । আরও বেশি মানুষ খেলাধূলোর সঙ্গে যুক্ত হোক, এটাই আমাদের আশা । খেলাধূলোর মাধ্যমেও ছেলেমেয়েরা ভবিষ্যৎ গড়ে তুলতে পারে । খেলাধূলোর প্রতি আগ্রহ বাড়াতে আমরা শহরের পাশাপাশি জেলা জুড়ে প্রত্যন্ত এলাকাগুলিতে ফুটবল বিশ্বকাপের লাইভ ম্যাচ বড়ো স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি । গ্রাম্য এলাকায় অনেক ছেলেমেয়েদের খেলার প্রতি আগ্রহ রয়েছে । তাদের অনেকের বাড়িতেই টিভি, মোবাইল, কেবল বা ইন্টারনেট কানেকশন নেই । তাদের উৎসাহিত করতেই আমাদের এই উদ্যোগ ।

আরও পড়ুন:ফুটবল বিশ্বকাপের আঁচ বই পাড়াতেও, আর্জেন্তিনা জিতলেই মিলবে 50 শতাংশ ছাড়

তিনি আরও বলেন, "একই সঙ্গে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের জনসংযোগ হচ্ছে । তা ফুটবল নিয়েই হোক, কিন্তু পুলিশের সঙ্গে যোগাযোগ হচ্ছে । সব থানা এলাকাতেই এই প্রচেষ্টা নেওয়া হয়েছে । তবে মূলত যে সমস্ত এলাকায় নতুন প্রজন্মের আগ্রহী খেলোয়ার রয়েছে, সেই সমস্ত এলাকায় বেশি করে জোর দেওয়া হচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details