পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Madhyamik Examination 2022: মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্যে বুথের আয়োজন মালদা জেলা পুলিশের - Malda Police Help Madhyamik Examinee

মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য ইংরেজবাজার থানার পুলিশের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট বুথের ব্যবস্থা করা হয়েছে। বুথে মজুত রাখা হয়েছে পানীয় জলের বোতল, প্রাথমিক চিকিৎসার সামগ্রী, মাস্ক স্যানিটাইজার (Malda Police Help Madhyamik Examinee) ৷

District police Help Booth Organise Examiner
পরীক্ষার্থীদের সাহায্যের জন্য বুথের আয়োজন জেলা পুলিশের

By

Published : Mar 8, 2022, 4:50 PM IST

মালদা, 8 ফেব্রুয়ারি: মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে এল মালদা জেলা পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা চলাকালীন যানজট রুখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সিভিক ভলান্টিয়ার (Malda police Help Madhyamik Examinee) ৷

পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য ইংরেজবাজার থানার পুলিশের পক্ষ থেকে রথবাড়ি ও সুকান্ত মোড় এলাকায় পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথের ব্যবস্থা করা হয়েছে। বুথে মজুত রাখা হয়েছে পানীয় জলের বোতল, প্রাথমিক চিকিৎসার সামগ্রী, মাস্ক স্যানিটাইজার। প্রতিদিন বুথে বসছেন থানার পুলিশ আধিকারিকরা।

আরও পড়ুন:সকালে মেয়ের জন্ম দিয়ে দুপুরে হাসপাতালেই মাধ্যমিকে বসল মা

ইংরেজবাজার থানার আইসি আশিস দাস জানান, পুলিশ সুপারের নির্দেশের জেলার সমস্ত থানাতে পরীক্ষার্থীদের সুবিধার জন্য পুলিশ অ্যাসিন্ট্যান্ট বুথের ব্যবস্থা করা হয়েছে। আমরা শহরের রথবাড়ি মোড় ও সুকান্ত মোড়ে এই ব্যবস্থা করেছি। মাধ্যমিক ও হাই মাদ্রাসার পরীক্ষার্থীদের জন্য এই আয়োজন করা হয়েছে। রাস্তায় কেউ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসার এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীরা যাতে যানজটে আটকে না পড়ে, তার জন্য আমরা অতিরিক্ত সিভিক ভলান্টিয়ার নিয়োগ করেছি। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল পর্যন্ত যানজট নিয়ন্ত্রণে অতিরিক্ত সিভিক ভলান্টিয়াররা রাস্তায় মোতায়েন থাকবে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details