পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fake Sim Card Recovered : অনলাইন প্রতারণায় অভিযুক্তের কাছ থেকে দু’হাজারের বেশি সিম কার্ড উদ্ধার মালদায় - Online Fraud

মালদা পুলিশের কাছে অনলাইন প্রতারণার (Online Fraud) একটি অভিযোগ দায়ের হয় ৷ তার তদন্তে নেমে এক অভিযুক্তের কাছ থেকে দু’হাজারের বেশি সিম উদ্ধার হয়েছে (Malda Police Recovered More than 2000 Fake Sim Card) ৷

Malda Police Recovered More than 2000 Fake Sim Card
Fake Sim Card Recovered : অনলাইন প্রতারণায় অভিযুক্তের কাছ থেকে দু’হাজারের বেশি সিম কার্ড উদ্ধার মালদায়

By

Published : May 31, 2022, 9:00 PM IST

মালদা, 31 মে : প্রতারণার অভিযোগের তদন্ত করতে গিয়ে 2 হাজার 255টি ভুয়ো সিম কার্ড উদ্ধার করল মালদা জেলা পুলিশ ৷ অনলাইন প্রতারণার অভিযোগে ধৃতের বাড়ি থেকেই ওই সিমগুলি উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে (Malda Police Recovered More than 2000 Fake Sim Card) ৷

মালদার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) অমিত কুমার সাউ বলেন, “মালদা সাইবার ক্রাইম থানায় (Malda Cyber Crime Police Station) গত 7 ফেব্রুয়ারি অর্ঘ্য রায়চৌধুরি প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন । তিনি অভিযোগ জানিয়েছিলেন, গত 4 ফেব্রুয়ারি ইউপিআই প্রতারণা করে তাঁর 3 লক্ষ 78 হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে । সেই ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করা হয় ।’’

তিনি বলেন, ‘‘তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে আবদুল আলিম নামে এক ব্যক্তির নাম । আবদুল আলিমের বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘির উত্তরপাড়া এলাকায় । এরপরেই সাইবার ক্রাইম থানার পুলিশ আবদুলকে গ্রেফতার করে সাতদিনের পুলিশি হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে সে জানায় তার কাছে প্রায় 2 হাজার প্রি অ্যাক্টিভেটেড সিম কার্ড রয়েছে । তল্লাশি চালিয়ে আবদুলের বাড়ি থেকে 2 হাজার 255টি সিম কার্ড উদ্ধার হয় । উদ্ধার হওয়া সিমকার্ডগুলো অনলাইন প্রতারণায় ব্যবহার করা হত । প্রত্যেকটি সিম কার্ড ভুয়ো গ্রাহকের নামে তোলা হয়েছে ।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি একটি আন্তঃজেলা চক্র । এই চক্রের সঙ্গে ডিস্ট্রিবিউটরাও জড়িত রয়েছে । পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । এখনও পর্যন্ত তদন্তে উঠে এসেছে, ধৃত ব্যক্তি উদ্ধার হওয়া সিমগুলো যোগাড় করে প্রতারণা চক্রের গ্যাংকে সাপ্লাই দিত ।’’

আরও পড়ুন :Bombs Recovered : মালদায় উদ্ধার 24টি বোমা, অভিযোগের তীর তৃণমূলের দিকে

ABOUT THE AUTHOR

...view details