মালদা, 30 এপ্রিল : কোরোনা মোকাবিলায় রাজ্য সরকারের পাশে দাঁড়াল মালদা জেলা পুলিশ । মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে দিল অনুদান ।
মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে 10 লাখ 61 হাজার টাকা দান মালদা পুলিশের - Malda Police donate in CM Emergency Fund
কোরোনা মোকাবিলায় নিজেদের সামর্থ্য মতো মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে আর্থিক সাহায্য করেছেন অনেকে । এবার এগিয়ে এল মালদা জেলা পুলিশ । মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে দিল অনুদান।
কোরোনা মোকাবিলায় স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই সরকারের সাহায্যে এগিয়ে এসেছেন । নিজেদের সামর্থ্য মতো মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে আর্থিক সাহায্য করেছেন । আজ মালদা জেলা পুলিশের তরফে 10 লাখ 61 হাজার টাকা মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে দান করা হল । টাকার চেকটি পুলিশ সুপার অলোক রাজোরিয়া জেলাশাসক রাজর্ষি মিত্রের হাতে তুলে দেন ।
অলোক রাজোরিয়া বলেন, "জেলা পুলিশের তরফে আজ মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে 10 লাখ 61 হাজার 400 টাকা দেওয়া হল । জেলাশাসক রাজর্ষি মিত্রের হা্তে চেক তুলে দেওয়া হয়েছে । এই তহবিলে কনস্টেবল থেকে পুলিশ সুপার প্রত্যেকে নিজের ক্ষমতা অনুযায়ী দান করেছেন । প্রয়োজনে জেলা পুলিশের তরফে আরও সাহায্য করা হবে ।"