মালদা, 21 নভেম্বর: নিজেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের নিউরোলজিস্ট পরিচয় দিয়ে চিকিৎসা করার অভিযোগে ধৃত ভুয়ো চিকিৎসক ৷ অভিযুক্তের নাম বুদ্ধদেব দে ৷ পুলিশের কাছে সেই খবর পৌঁছতেই সোমবার রোগী সেজে ওই চিকিৎসকের চেম্বারে হানা দিয়ে তাকে আটক করে পুলিশ ৷
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম বুদ্ধদেব দে। বাড়ি নলহাটির কামারপাড়া এলাকায়। বুদ্ধদেব কলা বিভাগে স্নাতক। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, সোশ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে বুদ্ধদেব একজন এমআর-এর সঙ্গে যোগাযোগ করে মালদা শহরের চেম্বারের ব্যবস্থা করতে বলে ৷ সেই কথা মতো ওই এমআর চেম্বারের ব্যবস্থা করে। তারপর থেকে শুভদীপ বন্দ্যোপাধ্যায় নামে ভুয়ো ডাক্তার সেজে চিকিৎসা চালাচ্ছিল ওই ডেলিভারি বয় । পুলিশের কানে সেই খবর পৌঁছয় ।
রবিবার জেলা পুলিশের আধিকারিকরা রোগী সেজে বুদ্ধদেবের চেম্বারে হানা দেয় । কিন্তু এদিন বুদ্ধদেব না আসায় খালি হাতে ফিরতে হয় পুলিশকে। অবশেষে আজ আবার পুলিশ আধিকারিকরা রোগী সেজে শুভদীপ ওরফে বুদ্ধদেবের চেম্বারে হানা দেন । সেখান থেকেই তাঁকে আটক করেন ৷ পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানান, শুভদীপ নামে এক চিকিৎসকের নাম ভাঁড়িয়ে চিকিৎসা করার অভিযোগে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। আপাতত ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশের জালে ভুয়ো চিকিৎসক আরও পড়ুন: ভুয়ো চিকিৎসক ! টু-পাশ ডাক্তারকে গ্রেফতার করল পুলিশ
এদিকে সোমবার মঙ্গলবাড়ি থেকে আত্মীয় তাপস চৌধুরীকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলেন ভুবন চৌধুরী। ঘটনার আকষ্মিকতা আকঙ্কিত হয়ে পড়েন তিনি ৷ এই প্রসঙ্গেই তিনি বলেন, “আমি আত্মীয় তাপসকে নিয়ে শুভদীপ বন্দ্যোপাধ্যায় ওরফে (নিউরোলজিস্ট, নিউরো ফিজিশিয়ান) বুদ্ধদেব দে-র কাছে চিকিৎসা করাতে নিয়ে এসেছিলাম। গতমাসে একবার দেখিয়ে গিয়েছিলাম। আজ ফের এসেছিলাম। আজ এসে দেখি পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। আমাদের জিজ্ঞাসাবাদ করছে, কতদিন ধরে দেখাচ্ছেন ? কী কী ওষুধ খেয়েছেন ? প্রেসক্রিপশনও দেখেন পুলিশের লোকজন। পরে জানতে পারলাম ইনি নাকি ডাক্তার নন, ডেলিভারী বয়। ওনার প্রেসক্রাইব করা ওষুধ খেয়ে কোনো লাভ হয়নি। তবে তার থেকেও বড় কথা কপাল ভালো এখনও পর্যন্ত তাপসকে শারীরিক কোনও সমস্যায় পড়তে হয়নি। বাকিদের কোনও সমস্যা হয়েছে নাকি, তা জানা নেই।’’