পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Drug Smugglers Arrested : পুলিশি তৎপরতায় ইংরেজবাজার থেকে ধৃত 2 মাদক পাচারকারী - Malda Police Arrests 2 Drug Smuggler

ব্রাউন সুগার পাচার করতে গিয়ে ধৃত 2 পাচারকারী ৷ ধৃতদের মাধ্যমে আন্তঃরাজ্য পাচারচক্রের মূল পাণ্ডাদের খোঁজ শুরু করেছে পুলিশ (Police Arrests Drug Smugglers) ৷

Police Arrest Smugglers
পুলিশি তৎপরতায় ধৃত মাদক পাচারাকীর

By

Published : Jun 22, 2022, 7:12 PM IST

মালদা , 22 জুন :ব্রাউন সুগার-সহ বিহারের 2 মাদক পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ । ধৃতদের মাধ্যমে আন্তঃরাজ্য পাচারচক্রের মূল পাণ্ডাদের খোঁজ শুরু করেছে মালদা পুলিশ ৷ ধৃতদের পাঁচদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বুধবার মালদা জেলা আদালতে পেশ করা হয় দুই ধৃতকে (Malda Police Arrests 2 Drug Smuggler)।

গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজারের গাবগাছি এলাকায় নাকা চেকিং চালায় মালদা থানার পুলিশ ৷ তল্লাশি চলাকালীন একটি নম্বর প্লেটহীন মোটরবাইক আটক করে পুলিশ। বাইক আরোহীদের জিজ্ঞাসাবাদ করে সন্তোষজনক উত্তর না-মেলায় তল্লাশি চালাতেই উদ্ধার হয় ব্রাউন সুগারের একটি প্যাকেট। গ্রেফতার করা হয় মোটরবাইক চালক ও আরোহীকে। ধৃতদের নাম মহম্মদ আজাদ (20) ও মহম্মদ শাকিব (28)। ধৃতরা বিহারের পূর্ণিয়া জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।

ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের হেফাজত থেকে 60 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে । ধৃতদের সঙ্গে আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মূল পাণ্ডার খোঁজে তদন্ত শুরু করেছে জেলা পুলিশের আধিকারিকরা। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় মাদক পাচার আইনে মামলা রুজু করা হয়েছে ।

আরও পড়ুন : মাদক চক্রে পুলিশ যোগ ! উদ্ধার 30 লক্ষ টাকার ব্রাউন সুগার

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details