পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Omicron Case : ওমিক্রনে স্বস্তি ! মালদার বালকের করোনা রিপোর্ট নেগেটিভ - Omicron in West Bengal

আবু ধাবি ফেরত মালদার এক বালক করোনার ওমিক্রন ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়েছিল বলে জানা গিয়েছিল ৷ কিন্তু তার দু’বার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে (malda omicron suspect boy covid report negative) ৷ বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷

malda-omicron-suspect-boy-covid-report-negative
malda-omicron-suspect-boy-covid-report-negative

By

Published : Dec 16, 2021, 4:10 PM IST

মালদা, 16 ডিসেম্বর : অবশেষে স্বস্তি । ওমিক্রন সংক্রামিত সন্দেহে সাত বছরের যে বালককে গতকাল মালদা জেলা স্বাস্থ্য দফতর মালদা মেডিক্যালের করোনা ইউনিটে ভর্তি করেছিল, লালারসের নমুনা পরীক্ষায় ওই বাচ্চাটির নেগেটিভ রিপোর্ট এসেছে । বিষয়টি নিয়ে সন্দেহমুক্ত হতে বাচ্চাটির দু'বার লালারসের নমুনা পরীক্ষা করা হয় । দু’টি ক্ষেত্রেই মিলেছে নেগেটিভ রিপোর্ট (malda omicron suspect boy covid report negative) । শুধু তাই নয়, তার পরিবারের কোনও সদস্যই করোনা সংক্রামিত না হওয়ায় প্রত্যেককেই আজ মালদা মেডিক্যাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ।

উল্লেখ্য, গতকাল রাজ্য স্বাস্থ্য দফতর থেকে খবর আসে যে মুর্শিদাবাদের এক সাত বছরের বালক ওমিক্রনে আক্রান্ত । ওই বালক 10 ডিসেম্বর তার অভিভাবকদের সঙ্গে আবু ধাবি থেকে হায়দরাবাদ আসে । 11 তারিখ তারা কলকাতায় পৌঁছায় । সেদিনই তারা নিজেদের গাড়িতে মালদা চলে আসে । মাঝপথে বাচ্চাটির বাবা ফরাক্কার বেনিয়াগ্রামে তাঁর নিজের বাড়িতে নেমে যান । বাচ্চা ও তার মা কালিয়াচক চলে আসেন ।

এই খবর পাওয়ার পরেই জেলা স্বাস্থ্যদফতর তড়িঘড়ি ওই কিশোরের খোঁজ শুরু করে । গতকালই ওই কিশোর-সহ পরিবারের চারজনকে নিয়ে আসা হয় মালদা মেডিক্যালের করোনা ইউনিটে । ওই কিশোরের সংস্পর্শে আসা সবাইকে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয় । গতকাল ও আজ ওই কিশোর-সহ পরিবারের সবার আরটিপিসিআর টেস্ট করা হয় । সকলেরই রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তিতে জেলা স্বাস্থ্য দফতরে ৷ আজ ওই পরিবারকে মেডিক্যাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আরও পড়ুন :

মালদা মেডিক্যালে অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, “যে চারজনকে গতকাল মালদা মেডিক্যালে আনা হয়েছিল, তাঁদের সবার আরটিপিসিআর টেস্ট করা হয়েছে ৷ প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ । স্বাস্থ্য দফতরের সঙ্গে আলোচনা করে তাঁদের মেডিক্যাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ইতিমধ্যে সেই প্রক্রিয়াও শুরু হয়েছে ।”

ABOUT THE AUTHOR

...view details