পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bodybuilder Nurse of Malda : পেশায় নার্স, নেশা বডিবিল্ডিং; আন্তর্জাতিক স্তরে পুরষ্কৃত মালদার লিপিকা - লিপিকা দেবনাথ

সম্প্রতি পুনেতে আয়োজিত আন্তর্জাতিক স্তরের মিস্টার অ্যান্ড মিসেস ইউনিভার্স বডিবিল্ডিং প্রতিযোগিতায় ষষ্ঠ স্থান অধিকার করেছেন লিপিকা দেবনাথ (Bodybuilder Nurse of Malda) । এবার তাঁর পাখির চোখ অলিম্পিয়া প্রতিযোগিতা ।

Bodybuilder Nurse of Malda
Bodybuilder Nurse of Malda

By

Published : May 7, 2022, 9:07 PM IST

মালদা, 7 মে :যে হাতে সদ্যোজাতদের মুখে তুলে ধরেন দুধের বোতল, সেই হাতেই তুলে নেন বারবেল । সঙ্গে চলতে থাকে নানাবিধ শারীরিক কসরৎ। পেশায় নার্স, তবে ছোট থেকেই রক্তে মিশে রয়েছে দেহ সৌষ্ঠবের নেশা । সেই নেশার টানেই সপ্তাহের বেশিরভাগ দিনই প্রায় 150 কিলোমিটার যাতায়াত করতে হয় মালদার সরকারি হাসপাতালের নার্স লিপিকা দেবনাথকে (Bodybuilder Nurse) । তবে কোনও প্রতিবন্ধকতাই তাঁকে রুখতে পারেনি । সম্প্রতি পুনেতে আয়োজিত আন্তর্জাতিক স্তরের মিস্টার অ্যান্ড মিসেস ইউনিভার্স বডিবিল্ডিং প্রতিযোগিতায় ষষ্ঠ স্থান অধিকার করেছেন লিপিকা । এবার তাঁর পাখির চোখ অলিম্পিয়া প্রতিযোগিতা ।

কর্মক্ষেত্রে লিপিকা

লিপিকা দেবনাথ । বছর পঁচিশের এই যুবতি আদপে ত্রিপুরার মেয়ে । বাড়ি ধালাই জেলার সালেমা গ্রামে । 2020 সালে তিনি মালদার চাঁচলের সরকারি হাসপাতালে নার্সের চাকরি পান (malda nurse lipika debnath) । চলে আসতে হয় মালদায় । তখন থেকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত লিপিকা । এই মুহূর্তে তিনি হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ারের দায়িত্বে রয়েছেন । দিনভর সদ্যোজাতদের সামলানোর দায়িত্ব সামলান । আর ডিউটি শেষ হলেই 75 কিলোমিটার উজিয়ে তিনি ছুটে আসেন মালদা শহরে । তাঁর প্রশিক্ষক পিঙ্কু ভগতের কাছে ।

পেশায় নার্স, নেশা বডিবিল্ডিং; আন্তর্জাতিক স্তরে পুরষ্কৃত মালদার লিপিকা

লিপিকার কথায়, "যখন যে কাজ করি, সেই কাজেই আমি মনোনিবেশ করার চেষ্টা করি । যখন আমাকে বাচ্চাদের নার্সিংয়ে ব্যস্ত থাকতে হয়, মাথায় অন্যকিছু থাকে না । তবে হাসপাতাল থেকে ছুটি হতেই কেউ যেন বলে দেয়, এখনই তোকে জিমে যেতে হবে । এভাবেই চলছে ।" তিনি বলেন, "ছোট থেকেই ব্যায়াম করতে ভালবাসতাম । ছোটবেলায় বাবা হাতে ধরে আমাকে ব্যায়াম করাতেন । এরপর কাজের সূত্রে কলকাতায় চলে আসতে হয় ৷ সেখানে অল্পস্বল্প প্র্যাকটিস করতাম । কিন্তু তারপরই দেশজুড়ে লকডাউন শুরু হয়ে যায় । বন্ধ হয়ে যায় জিম ৷ পরে সরকারি চাকরি পেয়ে মালদায় চলে আসি । আমার কাছে দুটি কাজ একে অন্যের পরিপূরক ।"

জিম ট্রেনারের সঙ্গে

আরও পড়ুন : Bengal Bodybuilder Wins Mr Universe : দেহ সৌষ্ঠবে মিস্টার ইউনিভার্স মধ্যমগ্রামের গৌরব

সাফল্যের ডানা মেলতে হলে সঠিক প্রশিক্ষণের প্রয়োজন ৷ 2021 সালে পিঙ্কু ভগতের সঙ্গে যোগাযোগ হয় লিপিকার ৷ মালদা শহরের এই জিম ট্রেনারের তত্ত্বাবধানেই নিজেকে বিভিন্ন দেহসৌষ্ঠব প্রতিযোগিতার জন্য গড়ে তুলছেন লিপিকা ৷ গত 15 থেকে 18 এপ্রিল এপ্রিল পুনেতে আন্তর্জাতিক স্তরের দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । সেখানে ষষ্ঠ স্থানাধিকারী লিপিকাকে নিয়ে গর্বিত তাঁর ট্রেনার ৷ অলিম্পিয়া প্রতিযোগিতা সহ সবরকম ক্ষেত্রে ছাত্রীর স্বপ্নপূরণে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি ৷

জিমে ঘাম ঝরাচ্ছেন

ABOUT THE AUTHOR

...view details