পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Medical Blood Bank : মালদা মেডিক্যালের ব্লাড ব্যাঙ্ক প্রায় রক্তশূন্য - Blood Bank of Malda Medical

গরম পড়তে পড়তেই রক্তের তীব্র আকাল মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Malda Medical College And Hospital) ৷ যার জন্য সমস্যার মুখে পড়তে হচ্ছে রোগী-সহ রোগীর পরিবারকে ৷ রক্তের জন্য হন্যে হয়ে ঘুরছেন রোগীর বাড়ির লোকেরা ৷ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, রক্তের সংকট মেটাতে জোলায় প্রয়োজন আরও রক্তদান শিবিরের (Blood donation camp), না হলে এই সমস্যা মিটবে না ৷

Malda Medical
রক্তের সংকট মেটাতে জোলায় প্রয়োজন আরও রক্তদান শিবিরের

By

Published : Mar 14, 2022, 4:38 PM IST

মালদা, 14 মার্চ : গরম পড়তেই আকাল রক্তের । মালদা মেডিক্যালের ব্লাড ব্যাঙ্কে (Malda Medical Blood Bank) রক্তের ভাঁড়ার প্রায় শূন্য । সামান্য দু’-একটি গ্রুপ ছাড়া রক্ত মজুত নেই । এদিকে প্রতিদিন রক্তের খোঁজে সেখানে ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ । পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্লাড ব্যাঙ্কের দ্বারস্থ হয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। কিন্তু পর্যাপ্ত রক্তদান শিবির এবং রক্তদাতাদের সংখ্যা না বাড়লে পরিস্থিতি বেশিদিন সামাল দেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ৷

মালদা জেলায় দু‘টি সরকারি ব্লাড ব্যাঙ্ক রয়েছে । এখানে বেসরকারি কোনও ব্লাড ব্যাঙ্ক নেই । চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে (Chanchal Super Speciality Hospital) একটি ছোট ব্লাড ব্যাঙ্ক থাকলেও জেলায় একমাত্র রক্তের মজুত থাকে মালদা মেডিক্যালে। শুধু সরকারি হাসপাতাল নয়, মেডিক্যালের ব্লাড ব্যাঙ্কের উপর নির্ভর করে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিও। প্রতিদিন সেখানে রক্তের চাহিদা 70-90 ইউনিট । কিন্তু এবার গরম পড়তেই সেখানে রক্তের তীব্র অভাব । ফলে ডোনার ছাড়া কাউকে রক্ত দিতে পারছে না ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এতে সমস্যায় পড়েছেন রোগীদের পরিবারের লোকজন।

আরও পড়ুন :মালদায় ফুটবল প্রশিক্ষণ শিবিরে কোচেদের ভূমিকা নিয়ে প্রশ্ন স্টিভ লিওয়ের

মেডিক্যালেই ভর্তি রয়েছেন এক যক্ষা রোগী । তাঁর ছয় ইউনিট রক্ত লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রক্তের জন্য তিনদিন ধরে ব্লাড ব্যাঙ্কে ঘুরছেন রোগীর স্ত্রী দেবিকা রায়।

রক্তের তীব্র আকাল মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে

তিনি বলেন, "চিকিৎসক রক্তের স্লিপে জরুরি লিখে দিলেও রক্ত মিলছে না। দুই আত্মীয় রক্ত দিয়েছেন বলে দুই ইউনিট রক্ত স্বামীকে দিতে পেরেছি। কিন্তু আমার কাছে আর রক্ত দেওয়ার লোক নেই ।"

আরও এক রোগীর আত্মীয় গোলাম কিবরিয়া বলেন, "রক্তদাতা হিসাবে আমার ডোনার কার্ড রয়েছে। কিন্তু এখানে সেই কার্ডেও রক্ত দেওয়া হচ্ছে না। বলছে ডোনার ছাড়া রক্ত মিলবে না। তাহলে আমাদের ডোনার কার্ড দিয়ে কী লাভ ? কী করব আমরা ?"

আরও পড়ুন :জবকার্ড পাইয়ে দিতে বিজেপি কর্মীকে দলবদলে চাপ, মালদায় অভিযুক্ত তৃণমূল নেতা

মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলছেন, "এখন রক্তের চাহিদা অনুযায়ী জোগান ভীষণই কম । পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্লাড ব্যাঙ্ক থেকে কিছু রক্ত আনা হয়েছে। কিন্তু তাতে সাময়িক সমস্যা মেটানো যেতে পারে। রক্তের সংকট মেটাতে জেলায় বেশি সংখ্যায় রক্তদান শিবিরের (Blood donation camp) আয়োজনের সঙ্গে বেশি সংখ্যক রক্তদাতাকে এগিয়ে আসতে হবে । নইলে এই সমস্যা মিটবে না।"

ABOUT THE AUTHOR

...view details