পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্যোগের 24 ঘণ্টা পরও জলমগ্ন মালদা মেডিক্যাল - মালদা মেডিক্যাল কলেজে

গতকালের প্রবল বৃষ্টিতে ভেসে যায় মালদা মেডিক্যালের পুরনো ভবনের একতলা ৷ ভেসে যায় জরুরি বিভাগ, দুটি মেল ওয়ার্ড, এমনকী 1 নম্বর অপারেশন থিয়েটারও ৷ তবে গতকাল রাত আটটা পর্যন্ত রোগীদের অন্য কোথাও সরানো হয়নি ৷ তারপর বৃষ্টি বাড়ায় রাত 10 টার পর গ্রাউন্ড ফ্লোর থেকে রোগীদের দোতলায় স্থানান্তর করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ ৷

বানভাসি মালদা মেডিক্যাল
বানভাসি মালদা মেডিক্যাল

By

Published : May 28, 2021, 4:23 PM IST

মালদা, 28 মে : দুর্যোগের পরদিনও জলমুক্তি হল না মালদা মেডিক্যাল কলেজে ৷ হাসপাতাল থেকে জল নামতে শুরু করেছে ৷ তবে এখনও মেডিক্যালের দুটি মেল ওয়ার্ড ও অপারেশন থিয়েটার জলমগ্ন ৷ তার মধ্যেই পরিষেবা দিচ্ছেন চিকিৎসকরা ৷

পরিস্থিতি ঘোরালো দেখে গতকাল রাতে গ্রাউন্ড ফ্লোরের দুটি ওয়ার্ড থেকে চিকিৎসাধীন রোগীদের অস্থায়ীভাবে দোতলায় নিয়ে যাওয়া হয়েছিল ৷ তাঁদের এখনও পুরনো জায়গায় নিয়ে আসা হয়নি ৷ আজ হাসপাতাল পরিদর্শন করে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, দ্রুত জল নামানোর জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে ৷

গতকালের প্রবল বৃষ্টিতে ভেসে যায় মালদা মেডিক্যালের পুরনো ভবনের একতলা ৷ ভেসে যায় জরুরি বিভাগ, দুটি মেল ওয়ার্ড, এমনকী 1 নম্বর অপারেশন থিয়েটারও ৷ তবে গতকাল রাত আটটা পর্যন্ত রোগীদের অন্য কোথাও সরানো হয়নি ৷ তারপর বৃষ্টি বাড়ায় রাত 10 টার পর গ্রাউন্ড ফ্লোর থেকে রোগীদের দোতলায় স্থানান্তর করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ ৷ এখনও পর্যন্ত সেখানেই তাঁদের চিকিৎসা চলছে ৷ আজ দুপুরে শুধু জরুরি বিভাগ থেকে জল নেমেছে ৷ বাকি জায়গা এখনও জলমগ্ন ৷ তবে হাসপাতাল চত্বরে এই মুহূর্তে জল জমে নেই ৷

বানভাসি মালদা মেডিক্যাল

আরও পড়ুন : শুভেন্দুর উপস্থিতিতে বৈঠকে না, মোদির থেকে আলাদা সময় চাইলেন মমতা

আজ হাসপাতাল পরিদর্শনের পর মেডিক্যালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, “সকাল থেকে বৃষ্টি না হওয়ায় জল খানিকটা নেমেছে ৷ যেসব জায়গা থেকে জল নেমেছে, সেই জায়গাগুলি সাফাই করা হচ্ছে ৷ দ্রুত জল বের করতে পাম্পের ব্যবস্থা করা হচ্ছে ৷ এনিয়ে সদর মহকুমাশাসকের সঙ্গে কথা বলেছি ৷ তবে প্রাকৃতিক দুর্যোগের জন্য চিকিৎসা পরিষেবা ব্যহত হয়নি ৷ সবকিছুই সুষ্ঠুভাবে চলছে ৷”

ABOUT THE AUTHOR

...view details