পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Mango: দর তলানিতে, বাজারও নেই; চাষিদের বাঁচাতে ভিনরাজ্যে আম রফতানি ব্যবসায়ীদের - আম রফতানি ব্যবসায়ীদের

অন্যবারের তুলনায় আমের ফলন ব্যাপক হয়েছে ৷ জোগান বেশি হওয়ায় বাজার অর্থনীতির সূত্র মেনেই দাম পড়েছে আমের ৷ সব মিলিয়ে বড়সড় ক্ষতির মুখে পড়েছেন জেলার আমচাষিরা ৷ চাষিদের বাঁচাতে ভিনরাজ্যে আম রফতানি ব্যবসায়ীদের ৷

Malda Mango
আম

By

Published : Jun 19, 2023, 7:55 PM IST

চাষিদের বাঁচাতে ভিনরাজ্যে আম রফতানি ব্যবসায়ীদের

মালদা, 19 জুন:এবার মালদা জেলায় আমের ব্যাপক ফলন হয়েছে ৷ চাহিদার তুলনায় জোগান বেশি হওয়ায় বাজার অর্থনীতির সূত্র মেনেই দাম পড়েছে আমের ৷ এমনকী পাকা আম এক থেকে দু'টাকা কিলো দরেও বিক্রি হচ্ছে ৷ সবমিলিয়ে বড়সড় ক্ষতির মুখে পড়েছেন জেলার আমচাষিরা ৷ এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়িয়েছেন জেলার আম ব্যবসায়ীরা ৷ এই মুহূর্তে বিহার, ঝাড়খণ্ড, অসম, এমনকী দিল্লিতেও মালদার আমের চাহিদা বেড়েছে ৷ তাই প্রতিদিন 40 লরি আম ভিনরাজ্যে পাঠাতে শুরু করেছেন ব্যবসায়ীরা ৷ তাঁদের আশা, এতে কিছুটা হলেও লাভের মুখ দেখতে পারবেন চাষিরা ৷

এ প্রসঙ্গে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক উজ্জ্বল সাহা বলছেন, এবছর মালদা জেলায় আমের ফলন হয়েছে ৷ তবে শুধু মালদা নয়, মুর্শিদাবাদ, নদিয়া-সহ এরাজ্যের উৎপাদক জেলাগুলিতেও এবার আমের উৎপাদন খুব ভালো ৷ মালদার আম মূলত উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে রফতানি হয় ৷ কোনও কারণবশত এবার ওই রাজ্যগুলিতে সেভাবে এই জেলার আম যাচ্ছে না ৷ তবে দিল্লি, বিহার ও ঝাড়খণ্ডে মালদার আমের ব্যাপক চাহিদা রয়েছে ৷ তবু আমচাষিদের উৎপাদন খরচ এখনও উঠে আসেনি ৷ তাঁরা এখনও লাভের মুখ দেখেননি ৷

তিনি আরও জানান, কীভাবে জেলার আম ভিনরাজ্যে রফতানি করতে পারব, তা নিয়ে চাষিদের সঙ্গে আমরাও আতঙ্কে রয়েছি ৷ এনিয়ে আমরা জেলা উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের সঙ্গেও যোগাযোগ করছি ৷ ভিনরাজ্যে মালদার আমের বিপণন কীভাবে আরও বাড়ানো যায়, তা নিয়ে আমরা দ্রুত উদ্যোগ নেব ৷ আপাতত প্রতিদিন গড়ে 40 লরি আম দিল্লি, বিহার ও ঝাড়খণ্ডে পাঠানো হচ্ছে ৷ তবে তীব্র গরমের জেরে যে হারে আম পাকছে, তাতে প্রতিদিন 100 লরি আম ভিনরাজ্যে পাঠানো গেলে ভালো হত ৷

আরও পড়ুন:ভোটের গেড়োয় মালদায় বাতিল আম মেলা, মনখারাপ আমচাষি ও বিক্রেতাদের

জেলা উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের ডেপুটি ডিরেক্টর সামন্ত লায়েক জানান, এবার মালদা জেলায় আমের ব্যাপক ফলন হয়েছে ৷ এখন গাছ থেকে আম পাড়ার মাঝ মরশুম ৷ প্রতিদিনই জেলার আম লরিতে ভিনরাজ্যে পাঠানো হচ্ছে ৷ সবচেয়ে বেশি আম যাচ্ছে বিহারে ৷ এছাড়াও দিল্লি, ঝাড়খণ্ড-সহ উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে মালদার আম যাচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details