মালদা, 19 ডিসেম্বর : শেষ পর্যন্ত মালদা ও পুরাতন মালদা শহরের মধ্যে সংযোগকারী প্রথম মহানন্দা সেতুর স্বাস্থ্য পরীক্ষার কাজে হাত দিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ ৷ আজ সকালে এই সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ নিযুক্ত ঠিকাদার সংস্থা ৷ এই কাজের জন্য আজ সকাল 6টা থেকে প্রায় দেড় ঘণ্টা সেতুর উপর দিয়ে কোনও ভারি যান চলাচল করতে দেয়নি পুলিশ ৷ তবে পরীক্ষার কাজ শেষ হলে ফের সেতু খুলে দেওয়া হয় ৷ ঠিকাদার সংস্থার ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, আপাতত ব্রিজে কোনও সমস্যা নেই ৷ তবে কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে ৷
দক্ষিণের সঙ্গে উত্তরের সড়ক সংযোগের ক্ষেত্রে মালদার প্রথম মহানন্দা সেতুর গুরুত্ব অপরিসীম ৷ প্রতিদিন এই সেতুর উপর দিয়ে কয়েক হাজার যান চলাচল করে ৷ বর্তমানে এই জেলায় মহানন্দার উপর মোট তিনটি সেতু থাকলেও অবস্থানগত দিক থেকে প্রথম সেতুর গুরুত্ব অনেকটাই বেশি ৷ স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে প্রথম মহানন্দা সেতুর ওপর যানবাহনের চাপ বাড়ছে ৷ বেশ কিছুদিন ধরে সেতুর বিভিন্ন অংশে ফাটল ধরা পড়ছে ৷ ব্রিজের ফাঁকা অংশ দিয়ে দেখা যায় মহানন্দা ৷ এর আগে জাতীয় সড়ক কর্তৃপক্ষ একবার সেতুর অ্যাপ্রোচ রোড মেরামত করলেও সেতুর মূল অংশ আগে কখনও সংস্কার করা হয়নি ৷ এমনকি আগে কখনও সেতুর স্বাস্থ্য পরীক্ষাও করা হয়নি ৷ এনিয়ে দুই শহরের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল ৷ উঠেছিল প্রশ্নও ৷ শেষ পর্যন্ত আজ সকালে ঘণ্টাখানেক ধরে সেতু পরীক্ষা করেন ঠিকাদার সংস্থার ইঞ্জিনিয়াররা ৷ তাঁরা সেতুর পিলারগুলিও খতিয়ে দেখেন ৷ এর জন্য আজ সকালে সেতুর দু’ধারের রাস্তা আটকে দেয় পুলিশ ৷ শুধুমাত্র মোটরবাইক কিংবা সেধরনের হালকা যান ছাড়া ভারি কোনও যানবাহন সেতুতে উঠতে দেওয়া হয়নি ৷
আরও পড়ুন : নলহাটির ব্রাহ্মণী নদীর উপর ব্রিজে ফাটল, বন্ধ যান চলাচল