মালদা, 6 ডিসেম্বর : আগামী বুধবার মালদা জেলায় প্রশাসনিক বৈঠক করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় । ইতিমধ্যেই প্রশাসনিক মহলে তার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে । সেদিন গঙ্গা ভাঙনে বিধ্বস্ত মানুষকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চায় জেলা বামফ্রন্ট । জেলার গঙ্গা ভাঙন পরিস্থিতি ও দুর্গতদের পুনর্বাসনের দাবি নিয়েই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চান তারা ( Left Front wants to meet Mamata for the river erosion issue )। নেতৃত্বের দাবি, মালদা থেকে বহরমপুর যাওয়ার পথে মুখ্যমন্ত্রীকে ভাঙন বিধ্বস্ত এলাকা সরেজমিনে দেখে যেতে হবে ।
সোমবার জেলা বামফ্রন্টের তরফে ডাকা সাংবাদিক বৈঠকে সেখানে বামফ্রন্টের জেলা আহ্বায়ক অম্বর মিত্র বলেন, “এই জেলায় দীর্ঘদিন ধরেই গঙ্গা, ফুলহর ও কোশী নদীর ভাঙন চলছে । নদী ভাঙনে জেলার প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত । এক লাখ হেক্টরেরও বেশি জমি নদীতে তলিয়ে গিয়েছে । মানুষ বিপর্যস্ত । এ নিয়ে আমরা বারবার কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে নিজেদের দাবি জানিয়েছি । গত 7 অক্টোবর বৈষ্ণবনগরের 18 মাইলে কয়েক হাজার ভাঙন দুর্গত মানুষ পুনর্বাসনের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন । সেদিন ঘটনাস্থলে গিয়ে বিডিও ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা নিয়েছিলেন । সেই সময় আমরা প্রায় 550 একর অব্যবহৃত সরকারি জমির সন্ধান প্রশাসনকে দিয়েছিলাম । ওই জমি রাজ্য ও কেন্দ্রের । কিন্তু এখনও পর্যন্ত পুনর্বাসনের কোনও ব্যবস্থা হয়নি । এরই মধ্যে মুখ্যমন্ত্রী মালদায় আসছেন । তিনদিন তিনি এই জেলায় থাকবেন । 8 ডিসেম্বর এই জেলার প্রশাসনিক বৈঠক করে তিনি বহরমপুর যাবেন । সেদিন আমরা তাঁর কাছে সামান্য সময় চাইছি ।"