মালদা, 8 নভেম্বর : বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় আগুন লাগিয়ে যুবতিকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ৷ মালদার বামনগোলা থানার হরিপুর গ্রামের ঘটনা ৷ মৃতের নাম মাম্পি দাস । অগ্নিদগ্ধ হয়ে স্বামীও বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন৷ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ।
মাম্পির বাবার বাড়ি হবিবপুর থানার বুলবুলচণ্ডী এলাকার পার্শ্ববর্তী সোনাডাঙা গ্রামে ৷ আড়াই বছর আগে হরিপুর গ্রামের বাসিন্দা নবীন দাসের ছেলে বিভাস দাসের সঙ্গে মেয়ের বিয়ে দেন হীরেন সাহা । বিভাস প্যান্ডেলের কাজ করেন ৷ তাঁদের এক সন্তান রয়েছে ৷ স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিভাসের সঙ্গে এলাকার এক গৃহবধূর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল ৷ সেই সম্পর্কের কথা গোপন করেই মাম্পির সঙ্গে বিভাসের বিয়ে দেওয়া হয় ৷ কিন্তু বিয়ের কয়েকদিন পর স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন মাম্পি ৷ তারপর থেকেই মাঝেমধ্যে এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হত ৷ গতকাল সেই নিয়েই দুইজনের মধ্যে বচসা হয় ৷ এরপরই গভীর রাতে অগ্নিদগ্ধ হন মাম্পি ৷ শ্বশুরবাড়ির সদস্যরা তাঁকে তড়িঘড়ি স্থানীয় বামনগোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷ আজ সকালে মাম্পির মৃত্যু হয় ৷