মালদা, 26 মে : হরিশ্চন্দ্রপুর থানা যেন পরিণত হয়েছে চিড়িয়াখানায় ৷ নীলগাই দেখতে জনতার ভিড় ৷ পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছে পুলিশ ৷ তার মধ্যেই কেউ কেউ নীলগাইয়ের ছবি ক্যামেরাবন্দি করার চেষ্টা করছে ৷ বৃহস্পতিবার এই ছবি ধরা পড়ল মালদার হরিশ্চন্দ্রপুর থানায় ( Police Resque a Nilgai) ৷
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে হরিশ্চন্দ্রপুরের সাদলিচক উত্তর কনকনিয়া গ্রামে ধান কাটার সময় কিছু মানুষ নীলগাইটিকে দেখতে পান । কয়েকজন সেই নীলগাইকে মারার জন্য ধাওয়া করেন। সেই সময় পুকুরে পড়ে গিয়েছিল নীলগাইটি । কিন্তু কয়েকজন ওই নীলগাইটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন । হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস জানান, বনদফতরকে বিষয়টি জানানো হয়েছে । নীলগাইটিকে বনদফতরের হাতে তুলে দেওয়া হবে।