মালদা, 19 এপ্রিল : ভাগচাষি থেকে রাতারাতি কোটিপতি (Malda Farmer wins 1 Crore Lottery) । মাত্র 30 টাকার লটারির টিকিটে প্রথম পুরস্কার পেয়ে পাকা বাড়ি তৈরির স্বপ্ন দেখছেন ওই ভাগচাষি । ছেলেমেয়ের পড়াশোনার জন্যও টাকা খরচ করবেন তিনি ।
হরিশ্চন্দ্রপুরের সাদলিচক গ্রাম পঞ্চায়েতের সূর্যাপুরা গ্রামের বাসিন্দা মেহবুব আলম । তিনি ভাগচাষি । পরিবারে রয়েছে স্ত্রী ও তিন ছেলেমেয়ে । অন্যের জমিতে চাষাবাদ করেই সংসার চলছিল মেহবুব সাহেবের । ভাগ্য বদলানোর স্বপ্নে মাঝেমধ্যেই লটারির টিকিট কাটতেন তিনি ।
Malda Farmer wins Lottery : রাতারাতি কোটিপতি, লটারির টিকিট নিয়ে পুলিশের দ্বারস্থ ভাগচাষি গতকাল, সোমবারও 30 টাকা দিয়ে লটারির টিকিট কাটেন তিনি । রাতে মোবাইলে লটারির রেজাল্ট দেখতেই চক্ষু চড়কগাছ (Lottery Ticket Changed Luck of a Farmer) । তাঁর কেনা টিকিটে প্রথম পুরস্কার । এক বিন্দু সময় নষ্ট না করে তড়িঘড়ি সুরক্ষার জন্য তিনি ছুটে যান কুমেদপুর ফাঁড়িতে । সেখান থেকে পরে তাঁকে হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে আসা হয় ।
Malda Farmer wins Lottery : রাতারাতি কোটিপতি, লটারির টিকিট নিয়ে পুলিশের দ্বারস্থ ভাগচাষি মেহবুব সাহেব বলেন, “গতকাল সন্ধেয় 30 টাকার লটারির টিকিট কেটেছিলাম । মোবাইলে দেখি সেই টিকিটে কোটি টাকার প্রথম পুরস্কার লেগেছে । এই টাকা দিয়ে ছেলেমেয়ের পড়াশোনার পেছনে খরচ করব । বর্তমানে আমার কাঁচা বাড়ি । লটারির টাকাতে একটা বাড়ি করার ইচ্ছে রয়েছে । প্রথম পুরস্কারের বিষয়টি জানার পরেই সুরক্ষার জন্য কুমেদপুর পুলিশ ফাঁড়িতে যাই । পরে সেখান থেকে হরিশ্চন্দ্রপুর থানায় আসি । পুলিশ ভালো সহযোগিতা করছে ।”
আরও পড়ুন :Labour Wins Lottery : কোটি টাকার লটারি জিতে রাতভর প্রাণভয়ে কলাবাগানে লুকিয়ে দিনমজুর