মালদা, 11 এপ্রিল: এলাকা ও পথঘাট দূষণমুক্ত করার কাজ শুরু করল ইংরেজবাজার পৌরসভা । শনিবার পৌরসভার পক্ষ থেকে দমকলের সাহায্যে সবকটি ওয়ার্ড স্যানিটাইজ় করা হয় । আজ সকালে মালদা শহরের ফোয়ারা মোড়, রথবাড়ি মোড় সহ সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কও দূষণমুক্ত করার কাজ শুরু হয়।
দমকলের সাহায্যে এলাকার দূষণমুক্তি শুরু ইংরেজবাজার পৌরসভার
কোরোনা মোকাবিলায় অনেক আগে থেকেই শহরকে দূষণমুক্ত করার শুরু করেছিল ইংরেজবাজার পৌরসভা । পৌরসভার জলের ট্যাঙ্ক দিয়ে শহরের পথে ফিনাইল জল স্প্রে করা হচ্ছিল । কিন্তু তাতে সময় ব্যয় হচ্ছিল অনেকটাই । তাই এবার দমকলের সাহায্যে এলাকা দুষণমুক্ত করার কাজ শুরু হল ।
কোরোনা মোকাবিলায় অনেক আগে থেকেই শহরকে দূষণমুক্ত করার শুরু করেছিল ইংরেজবাজার পৌরসভা । পৌরসভার জলের ট্যাঙ্ক দিয়ে শহরের পথে ফিনাইল জল স্প্রে করা হচ্ছিল । কিন্তু তাতে সময় ব্যয় হচ্ছিল অনেকটাই । অবশেষে পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম ও দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে আলোচনা করে ইংরেজবাজার পৌরসভার সমস্ত ওয়ার্ড ও পথঘাট দমকলের সাহায্যে জীবাণুমুক্ত করার সিদ্ধান্ত নেন চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ । এতে কম সময়ে অনেকটা এলাকা স্যানিটাইজ় করা সম্ভব হবে ।
ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ বলেন, "পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলে পৌরসভার পক্ষ থেকে শহর জীবাণুমুক্ত করার কাজ শুরু করা হয়েছিল । কিন্তু পৌরসভার জলের গাড়ি দিয়ে স্প্রে করে শহরের পথঘাট জীবাণুমুক্ত করতে অনেকটাই সময় লেগে যাচ্ছিল । পরে পৌরমন্ত্রী ও দমকল মন্ত্রীর নির্দেশে এই কাজের জন্য দমকলের সাহায্য নেওয়া হয় । ইংরেজবাজার পৌরসভার 29টি ওয়ার্ডই জীবাণুমুক্ত করা হবে ।"