পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দমকলের সাহায্যে এলাকার দূষণমুক্তি শুরু ইংরেজবাজার পৌরসভার

কোরোনা মোকাবিলায় অনেক আগে থেকেই শহরকে দূষণমুক্ত করার শুরু করেছিল ইংরেজবাজার পৌরসভা । পৌরসভার জলের ট্যাঙ্ক দিয়ে শহরের পথে ফিনাইল জল স্প্রে করা হচ্ছিল । কিন্তু তাতে সময় ব্যয় হচ্ছিল অনেকটাই । তাই এবার দমকলের সাহায্যে এলাকা দুষণমুক্ত করার কাজ শুরু হল ।

ইংরেজবাজার
ইংরেজবাজার

By

Published : Apr 11, 2020, 4:15 PM IST

মালদা, 11 এপ্রিল: এলাকা ও পথঘাট দূষণমুক্ত করার কাজ শুরু করল ইংরেজবাজার পৌরসভা । শনিবার পৌরসভার পক্ষ থেকে দমকলের সাহায্যে সবকটি ওয়ার্ড স্যানিটাইজ় করা হয় । আজ সকালে মালদা শহরের ফোয়ারা মোড়, রথবাড়ি মোড় সহ সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কও দূষণমুক্ত করার কাজ শুরু হয়।

কোরোনা মোকাবিলায় অনেক আগে থেকেই শহরকে দূষণমুক্ত করার শুরু করেছিল ইংরেজবাজার পৌরসভা । পৌরসভার জলের ট্যাঙ্ক দিয়ে শহরের পথে ফিনাইল জল স্প্রে করা হচ্ছিল । কিন্তু তাতে সময় ব্যয় হচ্ছিল অনেকটাই । অবশেষে পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম ও দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে আলোচনা করে ইংরেজবাজার পৌরসভার সমস্ত ওয়ার্ড ও পথঘাট দমকলের সাহায্যে জীবাণুমুক্ত করার সিদ্ধান্ত নেন চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ । এতে কম সময়ে অনেকটা এলাকা স্যানিটাইজ় করা সম্ভব হবে ।

ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ বলেন, "পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলে পৌরসভার পক্ষ থেকে শহর জীবাণুমুক্ত করার কাজ শুরু করা হয়েছিল । কিন্তু পৌরসভার জলের গাড়ি দিয়ে স্প্রে করে শহরের পথঘাট জীবাণুমুক্ত করতে অনেকটাই সময় লেগে যাচ্ছিল । পরে পৌরমন্ত্রী ও দমকল মন্ত্রীর নির্দেশে এই কাজের জন্য দমকলের সাহায্য নেওয়া হয় । ইংরেজবাজার পৌরসভার 29টি ওয়ার্ডই জীবাণুমুক্ত করা হবে ।"

ABOUT THE AUTHOR

...view details