পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Drug Case: মালদার মাদক কারবারে এবার ত্রিপুরা যোগ, ধৃত তিন - tripura is now involved in maldas drug trade

শুক্রবার মালদায় তিন মাদক পাচারকারীদের গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ৷ ধৃতদের কাছ থেকে 500 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে ৷

Etv Bharat
মালদা থেকে হেরোইন সহ ধৃত তিন

By

Published : Apr 7, 2023, 10:18 PM IST

মালদা, 7 এপ্রিল: শুক্রবার 500 গ্রাম হেরোইন-সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ৷ তাদের হেফাজত থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 50 হাজার টাকাও ৷ শনিবার ধৃতদের জেলা আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে ৷ মালদার ইংরেজবাজারের সুস্থানি মোড় এলাকার ঘটনা ৷ মাদক পাচারে মালদা চোরা কারবারিদের সঙ্গে এবার মিলেছে ত্রিপুরার যোগও ৷

গত কয়েক মাসে মালদা জেলায় বেশ কয়েকটি মাদক উদ্ধারের ঘটনা ঘটেছে ৷ ধরা পড়েছে বেশ কিছু মাদরক কারবারি ৷ এই কারবারে মণিপুর যোগের বিষয়টিও উঠে এসেছে ৷ এবার মাদক পাচারে মালদা জেলার কারবারিদের সঙ্গে ত্রিপুরার যোগ মিলেছে বলে জানা গিয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকেল নাগাদ ইংরেজবাজারের সুস্থানি মোড় এলাকায় হাজির হয়েছিল মাদক কারবারে জড়িত তিন চক্রী ৷ গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই সেখানে অপেক্ষা করছিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ৷ এরপরেই তিন মাদক পাচারকারীদের হাতেনাতে ধরে ফেলেন এসটিএফের সদস্যরা ৷ এসটিএফের এক সদস্য জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে 500 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে ৷ ধৃতদের নাম সঞ্জয় কাশ্যপ (50), মহম্মদ মারুফ শেখ (30) ও বিপ্লব সিংহ (34) ৷ সঞ্জয়ের বাড়ি বিহারের পটনা সংলগ্ন ফতেহপুরে ৷ মারুফের বাড়ি বৈষ্ণবনগরের ছোট সুজাপুর গ্রামে ও বিপ্লব ত্রিপুরার ছুচুটিয়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: এসটিএফ ও কাঁকসা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার 2 মাদক পাচারকারী

প্রসঙ্গত, এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন ৷ ব্যস্ততা বাড়ছে প্রশাসন ও পুলিশ মহলে ৷ অনুমান, প্রশাসনের এই ব্যস্ততাই বেশি করে সুযোগ করে দিয়েছে চোরাকারবারিদের ৷ সাম্প্রতিক সময়ে জেলায় জাল নোটের কারবার প্রায় বন্ধ করে দিয়েছে পুলিশ ও বিএসএফ ৷ তাই কারবারিদের নজর এখন মাদক পাচারে ৷ প্রাথমিকভাবে অনুমান, উত্তর-পূর্ব ভারত থেকেই এই হেরোইন নিয়ে আসা হয়েছে বাংলায় ৷ সঞ্জয় আর বিপ্লব সেই মাদক বিক্রি করতে মালদায় এসেছিল বলে অনুমান ৷ ক্রেতা ছিল মারুফ ৷ হাতবদলের সময়ই তাদের গ্রেফতার করা হয়েছে৷ তাদের কাছ থেকে 50 হাজার টাকাও উদ্ধার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ ইতিমধ্যেই বেশ কিছু তথ্যও মিলেছে ৷ তবে সেই সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ পুলিশ ৷ ঘটনায় আর কেউ জড়িত কি না, তার তদন্তও শুরু করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ৷

ABOUT THE AUTHOR

...view details