মালদা, 20 জুন : মৌসুমি বায়ুর হত ধরে বর্ষা প্রবেশ করেছে রাজ্যে ৷ আর এতেই ফুলেফঁপে উঠতে শুরু করেছে বহু নদী ৷ মালদার ফুলহার নদীতেও তার অন্যথা ঘটেনি ৷ আর সে কারণেই চিন্তায় নদী তীরবর্তী অঞ্চলে বসবাস করা মানুষজন (Malda DM Visit Fulahar River Dam at the beginning of the monsoon) ৷ এবারও নদীপাড় কাটবে না তো? নদীর জলের চাপ আরও বাড়লে বাঁধ অক্ষত থাকবে তো? এই সকল প্রশ্ন জেলা প্রশাসনের একাংশেরও ।
তাই ঘরে বসে কিংবা আধিকারিকদের কথা শুনে নয়, সরেজমিনে খতিয়ে দেখতে বৃষ্টি মাথায় নিয়ে ফুলহারের বাঁধ পরিদর্শনে বেরিয়ে পড়েছেন নয়া জেলাশাসক নীতিন সিংহানিয়া। সঙ্গে ছিলেন জেলা সেচ দফতর-সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা। জেলাশাসকের বাঁধ পরিদর্শনের খবর পেয়ে তাঁর সঙ্গী হয়েছিলেন মালতিপুরের বিধায়কও।
দায়িত্ব নিয়েই নতুন জেলাশাসক জানতে পেরেছিলেন, মালদায় নদী ভাঙন বড় সমস্যা। গঙ্গা আর ফুলহারের দাপটে প্রায় প্রতি বছরই বাড়িঘর-সহ জমি কিংবা আমের বাগান হারান অনেক মানুষ। ফুলহারের ভাঙনে গতবছরই নদীবাঁধের বেশ কিছুটা অংশ কেটে যায়। বন্যা আটকাতে তড়িঘড়ি বাঁধ মেরামতির কাজও শুরু করে জেলা সেচ দফতরের মহানন্দা এমব্যাংকমেন্ট ডিভিশন।