মালদা, 23 জুলাই:সম্প্রতি গাজোলের একটি গ্রামে কালাজ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ তাছাড়া এই গাজোলেরই বেশ কয়েকটি গ্রামে আরও ছ'জন কালাজ্বর আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে (Malda district health department)। শুধু তাই নয়, এই জ্বরে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে রতুয়া, হবিবপুর, বামনগোলা ও পুরাতন মালদাতেও । কিন্তু এরইমধ্যে মালদাকে কালাজ্বরমুক্ত বলে ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক । শুধু তাই নয়, জেলা স্বাস্থ্য দফতর কেন্দ্রের তরফে পুরস্কারও পাবে। এই খবর জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাঁপড়ি নায়েক ।
তিনি বলেন, "কালাজ্বর নিয়ে ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্রের তরফে মালদায় পরিদর্শন হয়েছে । কালাজ্বর নিয়ন্ত্রণে আমরা কেন্দ্রের তরফে পুরস্কার পেতে চলেছি । একসময় এই জেলায় কালাজ্বরের ভয়ঙ্কর প্রকোপ ছিল । গত ছ'বছর ধরে আমরা ধীরে ধীরে জেলাকে কালাজ্বর মুক্ত করতে কাজ করছি । তার ফলও পেয়েছি । প্রতি 10 হাজার মানুষের মধ্যে যদি একজনের কম মানুষ কালাজ্বরে আক্রান্ত হন, তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিভাষায় সেই এলাকা কালাজ্বরমুক্ত । এই জেলার প্রতিটি ব্লকে আমরা সেই সূচকে পৌঁছতে পেরেছি । ঠিক এই কারণেই কেন্দ্রের তরফে আমরা পুরস্কার পাচ্ছি ৷"