মালদা, 7 অগাস্ট : খোঁজ না পাওয়া কোরোনা পজ়িটিভরাই এখন চিন্তা বাড়িয়েছে জেলা স্বাস্থ্যবিভাগের ৷ এই আক্রান্তদের মাধ্যমে কতজন সংক্রমিত হয়েছেন, তাঁরা কেমন আছেন, তার কোনও তথ্যই নেই স্বাস্থ্যবিভাগের কাছে ৷ কর্মীরা এখনও সেই সংক্রমিতদের খোঁজ বহাল রেখেছেন ৷ এদিকে জেলায় কোরোনা সংক্রমণে এখনও লাগাম টানা যায়নি ৷ গত 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন আরও 77 জন ৷ তবে এটি শুধুমাত্র মালদা মেডিকেলে RTPCR যন্ত্রে লালারসের নমুনা পরীক্ষার হিসেব ৷ ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টে গত 24 ঘণ্টায় কতজনের লালারসের নমুনায় কোরোনা সংক্রমণ ধরা পড়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি ৷ এখনও পর্যন্ত স্বাস্থ্যবিভাগের তরফে পাওয়া তথ্য অনুসারে, জেলায় সংক্রমণের সংখ্যা 2706 ৷
গত 24 ঘণ্টায় নতুন করে যে 77 জনের লালারসের নমুনায় কোরোনা সংক্রমণ ধরা পড়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে গাজোলে ৷ সেখানে 22 জন সংক্রমিত হয়েছেন ৷ চাঁচল 1 ও 2 ব্লকে সংক্রমিত হয়েছেন 14 জন ৷ হরিশ্চন্দ্রপুরের 2 টি ব্লকে সংক্রমিতের সংখ্যা 13 ৷ মালদা শহরে নতুন করে সংক্রমিত 10 জন ৷ এছাড়াও জেলার বিভিন্ন ব্লকের বাসিন্দাদের নাম তালিকায় রয়েছে ৷ তবে কোরোনা সংক্রমণে সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠেছে ইংরেজবাজার ব্লক ৷ শুধুমাত্র মালদা শহরেই সংক্রমিতের সংখ্যা 639 ৷ ব্লকের গ্রামাঞ্চলে কোরোনা সংক্রমণের সংখ্যাটি 221 ৷ সব মিলিয়ে এই ব্লকেই সংক্রমিত হয়েছেন 860 জন ৷ জেলা স্বাস্থ্যবিভাগের তথ্য অনুযায়ী, কোরোনায় মালদায় মোট মৃতের সংখ্যা 20 ৷ লালারসের নমুনা পরীক্ষার সংখ্যা অনুযায়ী, সংক্রমণের হার 8.12 শতাংশ ৷ মৃত্যুর হার 0.76 শতাংশ ৷ তবে 65.84 শতাংশ মানুষই সুস্থ হয়ে উঠেছে ৷