পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Murder Case: মালদা জোড়া খুনে 26 বছর পর সাজা ঘোষণা, যাবজ্জীবন 10 জনের - Court Verdicts of 26 Years Old Double Murder Case

জমি বিবাদের জেরে জোড়া খুনের ঘটনায় 26 বছর পর (26 Years Old Double Murder Case) 10 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা আদালতের।

Malda Murder Case
মালদা জেলা আদালত

By

Published : Mar 2, 2023, 11:09 PM IST

মালদা জোড়া খুনে 26 বছর পর সাজা ঘোষণা

মালদা, 2 মার্চ:জমি বিবাদের জেরে বোমার আঘাতে ও ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয়েছিল দুই ভাইয়ের (Double Murder Case)। গুরুতর আহত হয়েছিলেন আরও এক ভাই। সেই ঘটনার 26 বছর পর সাজা ঘোষণা আদালতের। এই ঘটনায় 10 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।

জানা গিয়েছে, বৈষ্ণবনগর থানার অন্তর্গত পার অনুপনগর এলাকায় তিন ভাই দশরথ ঘোষ, তুফান ঘোষ ও নবকুমার ঘোষ বসবাস করতেন। তাঁরা একটি জমিতে চাষাবাদের সিদ্ধান্ত নেন। এনিয়ে স্থানীয় কিছু মানুষের সঙ্গে তাঁদের বিবাদ বাঁধে। অভিযোগ, সেই সময় উদ্দেশ্য প্রণোদিতভাবে বোমাবাজি করে ও ধারালো অস্ত্র নিয়ে তিন ভাইয়ের ওপর হামলা করা হয়। দুই ভাই দশরথ ঘোষ, তুফান ঘোষের মৃত্যু হলেও কোনওমতে প্রাণে বেঁচে যান নবকুমার ঘোষ। ঘটনাটি ঘটে 1996 সালে।

পরবর্তীতে নববাবু এই ঘটনায় 18 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার এই ঘটনায় সাজা ঘোষণা করে আদালত ৷ এপিপি ইন-চার্জ নার্গিস আরা খাতুন জানান, 1996 সালে ঘটনাটি ঘটেছিল বৈষ্ণবনগর থানার অন্তর্গত পার অনুপনগর এলাকায়। জমি বিবাদের জেরে দশরথ ঘোষ, তুফান ঘোষ ও নবকুমার ঘোষের ওপর বোমাবাজি করে হাঁসুয়া দিয়ে তিনজনের ওপরেই হামলা চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ভাই দশরথ ঘোষ ও তুফান ঘোষের। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছিলেন নবকুমার ঘোষও। এই ঘটনায় নবকুমার ঘোষ 18 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন:25 বছর অনেক কষ্ট করেছি, স্বামীর হত্যাকারীদের সাজা ঘোষণার দিনেও চোখে জল শ্যামলীর

অভিযোগের ভিত্তিতে, 18 জনের বিরুদ্ধেই ভারতীয় আইনের আইপিসি 148, 448, 324, 326, 302/149 ধারায় মামলা রুজু করা হয়। মামলা চলাকালীন অভিযুক্তদের মধ্যে 7 জনের মৃত্যু হয়। 1 জন অভিযুক্ত পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পড়ে। এই ঘটনায় 17 জনের সাক্ষীর ভিত্তিতে আজ বিচারক মৌ চট্টোপাধ্যায় 10 জনের যাবজ্জীবন কারাদণ্ডের কথা ঘোষণা করেন। 148 ধারার জন্য 3 বছরের কারাদণ্ড, 448 ধারার জন্য 1 বছরের কারাদণ্ড ও 1 হাজার টাকা ফাইন, 324 ধারার জন্য 3 বছরের কারাদণ্ড ও 5 হাজার টাকা ফাইন, 326 ধারার জন্য সাত বছরের কারাদণ্ড ও 5 হাজার টাকা ফাইন ও 302/149 ধারার জন্য যাবজ্জীবন কারাদণ্ড ও 2 হাজার টাকা ফাইনের সাজা ঘোষণা করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details