মালদা, 14 জুন : করোনার কারণে দু'বছর বন্ধ থাকার পর এদিন 508 বছরের বৈষ্ণব মেলা ফের শুরু হল মালদায় (Malda District Administration Inaugurat 508th Baisnab Mela) ৷ শ্রীচৈতন্যের স্মৃতি বিজড়িত এই রামকেলি ধামের উৎসবের সূচনা করেন জেলা প্রশাসন ৷
ষোড়শ শতাব্দীতে শ্রীচৈতন্যদেব ধর্ম জাগরণের মাধ্যমে সমাজ সংস্কারের কাজ শুরু করেন। সেই উদ্দেশ্যে তিনি নবদ্বীপ থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে পদব্রজে যাত্রা শুরু করেন। 1514 সালের জ্যৈষ্ঠ সংক্রান্তির আগের দিন তিনি গৌড়ে উপস্থিত হন। তিন দিন গৌড়ে অবস্থানের সময় তিনি তৎকালীন বাংলার নবাব হুসেন শাহের মন্ত্রী পরিষদের দুই সদস্য সাকর মল্লিক ও দাবির খাসকে বৈষ্ণব ধর্মে দীক্ষা দেন। এরপর ওই দু'জন রূপ ও সনাতন গোস্বামী নামে পরিচিত হন। যে তমাল গাছের নীচে তাঁরা শ্রীচৈতন্যের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন, পরবর্তীতে সেখানেই একটি মন্দির নির্মাণ করেন তাঁরা। কালের নিয়মে সেই মন্দির মুছে গিয়েছে। পরবর্তীতে ঠিক সেই জায়গায় আরেকটি মন্দির নির্মাণ করা হয়েছে।
রামকেলি বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে পুণ্যভূমি। শ্রীচৈতন্যের আগমন উপলক্ষ্যে প্রতি বছর সেখানে উৎসবের সঙ্গে বসে মেলা। কয়েক লক্ষ ভক্তের সমাগমে গমগম করে গোটা এলাকা। জানা যায়, একসময় এই উৎসবে শুধুমাত্র কড়ে আঙুল দেখে জীবনসঙ্গী নির্বাচন করতেন বৈষ্ণব পুরুষরা। তাই রামকেলির আরেক নাম গুপ্ত বৃন্দাবন। মালদা শহর থেকে 14 কিলোমিটার দূরে মহদিপুর সংলগ্ন এই জায়গায় আগামিকাল থেকেই বিভিন্ন আখড়ায় শুরু হয়ে যাবে হরিনাম সংকীর্তন। চলবে বাউল গানের আসরও।
508 বছরের বৈষ্ণব মেলার উদ্বোধনে মালদা জেলা প্রশাসন আরও পড়ুন :দেড় মণ দুধ ও 28 ঘড়া জলে মাহেশে স্নান জগন্নাথদেবের
এদিন উৎসবের প্রশাসনিক উদ্বোধনের আগে জেলা পরিষদের সভাধিপতি বলেন, "এবার এই মেলার বয়স 508 বছর হল। আট বছর ধরে প্রশাসনিকভাবে এই মেলার আয়োজন করা হচ্ছে। করোনার জন্য গত দু'বছর মেলার আয়োজন করা যায়নি। আগামী তিনদিন ধরে মেলা চলবে। মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, জেলা পরিষদ, ইংরেজবাজার ব্লক ও পৌরসভা, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত একসঙ্গে কাজ করে যাচ্ছে। মেলায় আসা ভক্তদের জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। প্রচণ্ড গরমে কেউ যাতে অসুস্থ না হয়ে পড়েন তার জন্য ওআরএসের ব্যবস্থাও রয়েছে। পূণ্যার্থীদের খাবার, জল, শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য মেলায় 30 টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। বাইরেও বেশ কিছু ক্যামেরা রয়েছে।"