মালদা, 16 মে : জেলায় বাড়ছে কোরোনা সংক্রমণের সংখ্যা । কেন্দ্রের তালিকায় রেডজ়োনে রয়েছে । এরই মাঝে সোমবার থেকে মালদায় সরকারি বাস পরিষেবা চালুর সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন । পাশাপাশি বাস ভাড়া অপরিবর্তিত রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে ।
সোমবার থেকে জেলায় সরকারি বাস পরিষেবা চালুর সিদ্ধান্ত মালদা প্রশাসনের - এনবিএসটিসি
কেন্দ্রের তালিকায় রেডজ়োনে রয়েছে । এরই মাঝে সোমবার থেকে মালদায় সরকারি বাস পরিষেবা চালুর সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন । পাশাপাশি বাস ভাড়া অপরিবর্তিত রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে ।
জেলা প্রশাসনের তরফে বলা হয়েছে, সমস্ত স্বাস্থ্যবিধি মাথায় রেখেই বাস পরিষেবা চালু করা হবে । সেই মতো ইতিমধ্যে বাসগুলিকে স্যানিটাইজ় করার কাজ শুরু হয়ে গেছে । তবে, প্রশ্ন উঠছে অন্য জায়গায় । আসলে গৌড়কন্যা বাস টার্মনাসের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার(NBSTC)-র ডিপোতেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের প্রথমে নিয়ে আসা হচ্ছে । তারপর সেখানে প্রত্যেকের নাম নথিভুক্ত করে লালারসের নমুনা নিয়ে পাঠানো হচ্ছে ইন্সটিটিউশনাল কোয়ারানটিন সেন্টারে । ফলে ওই ডিপো থেকেই কীভাবে সাধারণ যাত্রীরা সংক্রমণ এড়িয়ে বাসে উঠতে পারবে তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন ।
NBSTC-র মালদা ডিপোর ইনচার্জ উত্তম মজুমদার বলেন, "সোমবার থেকে এই জেলাতেও গ্রিন জ়োনে বাস চালানোর চিন্তাভাবনা চলছে ৷ আমরা নির্দেশ পেলেই বাস চালানোর ব্যবস্থা নেব ৷ জেলার ভিতরেই এই পরিষেবা চালু করা হবে ৷ ইতিমধ্যে আমাদের কাছে বাস চালানোর জন্য তৈরি থাকার নির্দেশ এসেছে ৷ মূলত গাজোল, বৈষ্ণবনগরের 16মাইল, হবিবপুর এলাকায় বাস চালানো হবে৷ প্রতি বাসে 20 জনের বেশি যাত্রী তোলা হবে না ৷ প্রত্যেক যাত্রীকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ৷ বাসে ওঠার আগে তাঁদের যথার্থভাবে স্যানিটাইজ়ড হতে হবে ৷ যাত্রীভাড়া এই মুহূর্তে বাড়ছে না ৷ তবে, বাস চালু করার সময়সূচি এখনও ঠিক করা হয়নি ৷ মানুষের চাহিদা অনুযায়ী সময়সূচি ঠিক করা হবে ৷"