মালদা , 6 জুলাই : ভিন জেলার সাইবার প্রতারণা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করল মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ আজ ওই প্রতারককে জেলায় নিয়ে আসা হয়েছে ৷ ধৃতের নাম অভি কুণ্ডু(26) ৷ আগামীকাল পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে ধৃতকে জেলা আদালতে পেশ করা হবে বলে জানা গেছে ৷
ওই প্রতারকের বাড়ি উত্তর 24 পরগনার উত্তর নিমতা পাইকপাড়ায় ৷ মালদা সাইবার পুলিশ থানা সূত্রে জানা গেছে , গত বছরের অগাস্ট মাসে ঘটনার সূত্রপাত ৷ মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা গ্রামের হাসপাতাল পাড়ার বাসিন্দা , মহম্মদ ইসমাইল ইংরেজবাজার সাইবার পুলিশ থানায় একটি অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগপত্রে তিনি জানান , ওই বছরের 2 অগাস্ট তাঁর কাছে একটি ফোন আসে ৷ ফোনের ওপারে থাকা ব্যক্তি তাঁকে জানান , তিনি একটি ফিন্যান্স কম্পানির ম্যানেজার ৷ তাঁর কম্পানি ঋণ দেয় ৷ সেকথা শুনে ইসমাইল সাহেব ঋণ নিতে আগ্রহ দেখান ৷ তাঁকে বলা হয় , তিনি যে পরিমাণ টাকা ঋণ চাইছেন , তার জন্য প্রথমে তাঁকে মোট 8 লাখ 29 হাজার টাকা জমা দিতে হবে ৷ তবে একসঙ্গে সেই টাকা জমা দিতে হবে না ৷ একাধিক দফায় তাঁকে একাধিক অ্যাকাউন্ট নম্বরে সেই টাকা দিতে হবে ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দিতে বলায় প্রথমে ইসমাইল সাহেবেরও কোনও সন্দেহ হয়নি ৷ তিনি ফোনে পাওয়া নির্দেশ অনুযায়ী প্রথম তিন কিস্তির টাকা একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেন ৷ তারপরেই ফোনে কথাবার্তা বলে তাঁর সন্দেহ হয় ৷ তিনি গোটা ঘটনাটি লিখিতভাবে পুলিশকে জানান ৷ অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ ৷