মালদা, 25 মার্চ:হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় দুই আসামীর যাবজ্জীবন সাজা ঘোষণা মালদা জেলা আদালতের । সেইসঙ্গে দু’জনের 20 হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
এই ঘটনায় সরকারি পক্ষের আইনজীবী অমিতাভ মৈত্র বলেন, “ঘটনাটি 19 মে 2020 সালের । মৃত সামেদ আলির স্ত্রী নেশা বিবি অভিযোগে উল্লেখ করেন ছিলেন, সেই সময় রমজান মাস ছিল । তাঁর স্বামী সামেদ আলি নমাজ পড়তে যাচ্ছিলেন । পথে কয়েকজনের মধ্যে গন্ডগোল চলছিল। সামেদ সাহেব সেই গন্ডগোল থামাতে যান । সেই সময় আমরুল শেখ (24) বাড়ি থেকে হাঁসুয়া নিয়ে আসে এবং তা আকবর শেখের (57) হাতে তুলে দেয় । আকবর সামেদ সাহেবের বাম দিকে পাঁজায় হাঁসুয়ার কোপ বসিয়ে দেয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় সামেদ সাহেবের । এই ঘটনায় নেশাবিবি 9 জনের নামে অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। 29 জুলাই পুলিশ চার্জশিট ফাইল করে । অ্যাডিশনাল 1 নম্বর সেশন কোর্টে ট্রায়াল শুরু হয় । 10 জন সাক্ষীর ভিত্তিতে বিচারক মৌ চট্টোপাধ্যায় দু’জনকে দোষী সাব্যস্ত করেন । তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার (অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড) নির্দেশ দিয়েছেন বিচারক।”