মালদা, 8 জুন : : দুয়ারে সরকার চলছে । গ্রামেগঞ্জে ছুটছেন প্রশাসনিক কর্তারা । শহরেও এক ছবি । কিন্তু গাছতলায় কাউন্সিলর ! এমন ছবি এই রাজ্য দেখেছে কিনা সন্দেহ । ঠিক তেমনটাই হচ্ছে ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে । পৌরনির্বাচনে জয়ের পর থেকেই গাছতলায় বসেন এই ওয়ার্ডের কাউন্সিলর । সেখান থেকেই তিনি ওয়ার্ডের বাসিন্দাদের পরিষেবা দিয়ে যাচ্ছেন । তিনি জানাচ্ছেন, আগামী পৌরনির্বাচন পর্যন্ত তিনি এভাবেই গাছতলায় বসে মানুষকে পরিষেবা দিয়ে যাবেন (Malda councillor Sujit Saha) ৷
কাউন্সিলরের নাম সুজিতকুমার সাহা। এবারই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি । 20 বছর ধরে তিনি 23 নম্বর ওয়ার্ডের মানুষের আপদে বিপদে পাশে থেকেছেন। এই ওয়ার্ডের মধ্যে দিয়ে গিয়েছে রেললাইন । তিনি এতদিন মূলত রেললাইনের ওপারে থাকা নিম্নবিত্ত মানুষজনকেই বিভিন্নভাবে সাহায্য করে এসেছেন । তারজন্য তিনি সেখানে একটি আস্তানাও তৈরি করেছিলেন । বছর চারেক ধরে তিনি তৃণমূলের সঙ্গে জড়িত রয়েছেন । রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার পর রেললাইনের ওপারে থাকা আস্তানাটিই তাঁর পার্টি অফিস হয়ে ওঠে। কিন্তু পৌরনির্বাচনে জয়ী হওয়ার পর তাঁর এখনও কোনও কাউন্সিলর অফিস নেই ।