পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Civic Volunteer Wins Lottery : বড়দিনের আগে সান্টার উপহার ! লটারি জিতে কোটিপতি মালদার সিভিক ভলান্টিয়ার - লটারিতে কোটিপতি মালদার সিভিক ভলান্টিয়ার

রতুয়া থানার শিমলা খুটাহা গ্রামের বাসিন্দা সেনাউল হক পেশায় সিভিক ভলান্টিয়ার ৷ সামসি স্টেশনে কর্মরত তিনি (Malda Civic Volunteer Wins Lottery ) ৷

Malda Civic Volunteer Wins Lottery
লটারিতে কোটিপতি সিভিক ভলান্টিয়ার

By

Published : Dec 23, 2021, 2:14 PM IST

Updated : Dec 23, 2021, 2:27 PM IST

মালদা, 23 ডিসেম্বর : বাড়িঘরের অবস্থা ভাল নয় ৷ সেটাই চার ভাইয়ের মাথা গোঁজার ঠাঁই । তার উপর ঘরে রয়েছেন বৃদ্ধা মা । বয়সের ভারে অসুস্থ ৷ টাকাপয়সার অভাবে মাকে ভাল চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারতেন না সেনাউল হক। সিভিক ভলান্টিয়ারের কাজ করে এতজনের সংসার চালানো খুব কষ্টের । সেই টাকায় মায়ের ভাল চিকিৎসার কথা কল্পনাও করতে পারতেন না । একদিন আগেই ভবিষ্যতের চিন্তায় বিভোর থাকা সেনাউলই আজ কোটিপতি ! গতকাল রাতে লটারিতে 1 কোটি টাকার প্রথম পুরস্কার পেয়েছেন তিনি (malda civic volunteer wins rs 1 crore lottery) ৷

রতুয়া থানার শিমলা খুটাহা গ্রামের বাসিন্দা সেনাউল হক পেশায় সিভিক ভলান্টিয়ার ৷ সামসি স্টেশনে কর্মরত তিনি ৷ নেশা ছিল না, তবে মাঝেমধ্যে ভাগ্য পরীক্ষার আশায় লটারি কাটতেন ৷ একমাস পর গতকাল 60 টাকা দিয়ে 10টি লটারির টিকিট কাটেন সেনাউল ৷ টিকিট কেটে অন্যদিনের মতোই স্টেশনে চলে যান ৷ পরে লটারি টিকিট বিক্রেতার কাছ থেকে জানতে পারেন তাঁর কাটা টিকিটে 1 কোটির টাকার প্রথম পুরস্কার উঠেছে (Malda Civic Volunteer Wins Lottery ) ৷ ভয় ও আনন্দের মিশেলে সে অন্যরকম অনুভূতি ৷ ঘোর কাটতেই পকেটে টিকিট নিয়ে চলে যান রতুয়া থানায় ৷ তখন থেকে থানাতেই নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন সেনাউল ৷

লটারি জিতে কোটিপতি মালদার সিভিক ভলান্টিয়ার

আরও পড়ুন : Jaynagar Lottery Winner : 6 টাকার লটারি কেটে কোটিপতি জয়নগরের প্রবীর প্রামাণিক

বড়দিনের আগেই এযেন সেনাউলের কাছে সান্টার উপহার । কথা বলতে গিয়ে বারবার আবেগে বুজে এসেছে তাঁর গলা । বললেন, "আমরা খুব গরিব । বাড়িঘরও ভাল নয় । বাড়িতে মা অসুস্থ । টাকার জন্য তাঁকে চিকিৎসা করাতে পারছিলাম না । এই টাকা দিয়ে মায়ের ভাল চিকিৎসা করাব ৷ বাড়ি ঘরদোর করব । সিভিক ভলান্টিয়ারের কাজ করে এসব করা সম্ভব ছিল না । তাই আশায় ভর করে মাঝেমধ্যে লটারির টিকিট কাটতাম ।"

রতুয়া থানার আইসি সুবীর কর্মকার বলেছেন, "সেনাউলকে পুলিশি নিরাপত্তায় থানাতেই রাখা হয়েছে । তাঁর পুরস্কারপ্রাপ্ত টিকিটটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ।"

আরও পড়ুন :Raiganj Lottery Win : লটারি জিতে কোটিপতি রায়গঞ্জের ভুটভুটি চালক

Last Updated : Dec 23, 2021, 2:27 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details