মালদা, 11 এপ্রিল : মোবাইল ছিনতাইয়ের অভিযোগে গ্রামবাসীদের মারধরে মৃত্যু হল এক যুবকের । নাম ইসমাইল শেখ (22) । ঘটনাটি ইংরেজবাজারের কমলাবাড়ি এলাকার । মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।
মোবাইল ছিনতাইয়ে বাধা দেওয়ায় যুবককে ছুরি, গ্রামবাসীর মারধরে মৃত্যু অভিযুক্তর - dead body recover
মোবাইল ছিনতাইয়ের অভিযোগে গ্রামবাসীদের মারধরে মৃত্যু হল এক যুবকের । মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।
বৃহস্পতিবার ইসমাইল স্থানীয় এক যুবক আজগর শেখের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে । আজগর বাধা দেওয়ায় সেই সময় ইসমাইল তাঁকে ছুরি দিয়ে আঘাত করে । আজগর মালদা মেডিকেলে চিকিৎসাধীন । ঘটনার পর থেকেই পলাতক ছিল ইসমাইল । তবে ওই ঘটনায় আজগরের পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি । গতকাল বিকেলে ইসমাইল বাড়ি ফেরে । সেই সময় গ্রামবাসী ইসমাইলকে ধরে ফেলেন । তাকে বেঁধে চলতে থাকে মারধর । মাথায় গুরুতর চোট পেয়ে মৃত্যু হয় ইসমাইলের । খবর পেয়ে ঘটনাস্থানে যায় ইংরেজবাজার থানার পুলিশ । মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয় ।
ইসমাইলের এক দাদা বলেন, " ভাইয়ের মৃত্যুর বিষয়টি পুলিশের কাছ থেকে জানতে পেরেছি । বৃহস্পতিবার মোবাইল নিয়ে কিছু একটা ঝামেলা হয়েছিল । শুনতে পেয়েছি, সেই সময় ইসমাইল নাকি ওই যুবককে ছুরি মেরেছিল । গ্রামবাসী ইসমাইলকে ধরে মারধর করে । ওদের মারেই মৃত্যু হয়েছে ভাইয়ের ।"