পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদা জেলা পরিষদের বার্ষিক বাজেট পাশ - malda budget meeting

জেলা পরিষদের বাজেট সভার সর্বকালীন রেকর্ড সদস্য উপস্থিত ছিলেন ৷ মোট 381 কোটি 68 লাখ 33 হাজার 964 টাকার বাজেট পাস হয়, যা গত বাজেটের তুলনায় প্রায় 25 কোটি টাকা কম ৷

malda budget
মালদা বাজেট

By

Published : Jan 30, 2021, 8:08 AM IST

Updated : Jan 30, 2021, 4:00 PM IST

মালদা, 30 জানুয়ারি : একুশের ভোটের মুখে কোনও বিরোধিতা ছাড়াই 2020-21 অর্থবর্ষের জন্য মালদা জেলা পরিষদের বাজেট পাস হল ৷ শুক্রবার জেলা পরিষদের বিনয় সরকার অতিথি আবাসে এই বাজেট সভা অনুষ্ঠিত হয় ৷

আরও পড়ুন : মালদায় করোনা টিকা বয়কট স্বাস্থ্য কর্মীদের একাংশের

68 জন সদস্যের মধ্যে 62 জন সভায় উপস্থিত ছিলেন ৷ জেলা পরিষদের বাজেট সভার ইতিহাসে যা সর্বকালীন রেকর্ড ৷ মোট 381 কোটি 68 লাখ 33 হাজার 964 টাকার বাজেট পাস হয়, যা গত বাজেটের তুলনায় প্রায় 25 কোটি টাকা কম ৷ বাজেট প্রসঙ্গে সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল বলেন, “মালদার উন্নয়নের জন্য প্রতিটি রাজনৈতিক দল এই বাজেটকে সমর্থন করেছে ৷ এবারের বাজেটে জেলার রাস্তাঘাট উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৷ কিছু কাজ এখনও বাকি রয়েছে ৷ তার মধ্যে যেমন কিছু ছোট রাস্তা রয়েছে, তেমনই পানীয় জল, শিক্ষা প্রতিষ্ঠান এবং কবরস্থানের সীমানা প্রাচীরের মতো কাজও রয়েছে ৷ 'দিদিকে বলো'তে ফোন করে মানুষ নিজেদের অনেক সমস্যার কথা জানিয়েছিল ৷ তার মধ্যে মূলত রাস্তার সমস্যাই ছিল৷ পাড়ায় সমাধানের মাধ্যমে সেই কাজে এখনও অবধি 27 কোটি টাকা খরচ করা হয়েছে৷" তবে গত বছরের তুলনায় এবারের বাজেট কিছুটা কমেছে ৷ তার কারণে তিনি বলেন, "বাংলা আবাস যোজনায় আগে জেলা পরিষদে টাকা আসত ৷ সেই টাকার অঙ্কটা 100 কোটির উপর৷ কিন্তু এখন সেই টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে যায় ৷ যার ফলে সেই অর্থ বাজেট থেকে বাদ গিয়েছে ৷ "

জেলায় বার্ষিক বাজেট পাশ

জেলা পরিষদের বিরোধী দলনেতা, বিজেপির জয়েল মুর্মু বলেন, ত্রিস্তর পঞ্চায়েত আইন অনুযায়ী এই বাজেটের উপর গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের কাজকর্ম নির্ভর করে ৷ মানুষের উন্নয়নের দিকে লক্ষ্য রেখেই কেউ বাজেটের বিরোধিতা করেনি বলে জানান তিনি ৷ তবে জেলার আদিবাসী অধ্যুষিত এলাকায় উন্নয়নমূলক কাজ করা হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি ৷ তার সঙ্গে তাঁকে কোনও সম্মান দেওয়া হয় না বলেও অসন্তোষ প্রকাশ করেন তিনি ।

Last Updated : Jan 30, 2021, 4:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details