মালদা, 3 জানুয়ারি : রবিবার বাংলায় ফের করোনাবিধি চালুর কথা ঘোষণা হলেও আশ্বাস মিলেছিল যে, নির্ধারিত সূচি মেনেই হবে মেলা ৷ গতকাল মেলা উদ্বোধন করতে জেলায় চলেও এসেছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। স্টল মোটামুটি গুছিয়ে ফেলেছিল প্রকাশনা সংস্থাগুলি ৷ অপেক্ষা ছিল কেবল ক্রেতাদের ঢল নামার ৷ কিন্তু সোমবার অর্থাৎ মেলা শুরুর দিন সকালে আচমকা সিদ্ধান্ত বদল প্রশাসনের ৷ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল মালদা বইমেলা (Malda book fair postponed indefinitely due to Covid restrictions) ৷
প্রশাসনিক নির্দেশ যেন খাঁড়ার ঘায়ের মতো নেমে এসেছে মেলা উদ্যোক্তা থেকে শুরু করে মেলায় অংশ নেওয়া প্রকাশনা সংস্থাগুলোর কাছে ৷ প্রশাসনের এমন হঠকারী সিদ্ধান্তে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা প্রকাশনা সংস্থাগুলির (Publishers are more likely to face huge financial loss) ৷ সেই আশঙ্কা ইতিমধ্যেই গ্রাস করেছে তাদের ৷ পরবর্তী সময়ে মেলা পুনরায় আয়োজন হলে তারা ফের আসবে কিনা, তা নিয়েও দ্বিধায় প্রকাশনা সংস্থাগুলো ৷