পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা থেকে বাঁচতে অসমে পাড়ি মালদার বিজেপি কর্মীদের - বিজেপি কর্মী

জয়ী ও আক্রান্ত সদস্যদের অসম পাঠাতে শুরু করল বিজেপি ৷ হিংসার ঘটনায় 355 দাবি বিজেপি সাংসদের ৷ পাগল বলে কটাক্ষ ধেয়ে এল তৃণমূলের তরফে ৷

BJP workers
বিজেপি কর্মী

By

Published : Jul 18, 2023, 6:40 PM IST

অসমে পাড়ি মালদার বিজেপি কর্মীদের

মালদা, 18 জুলাই: ব্যক্তিগত এবং দলীয় নিরাপত্তায় এবার মালদা থেকেও অসম পাড়ি দিলেন বিজেপি কর্মীরা ৷ মঙ্গলবার দু'দফায় প্রায় 100 জন বিজেপি কর্মী অসমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে খবর ৷ তাঁদের মধ্যে রয়েছেন নির্বাচিত প্রার্থীরাও ৷ দলীয় নেতৃত্বের অভিযোগ, নির্বাচনের পর থেকে তৃণমূলের দুষ্কৃতীরা একদিকে যেমন বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে ৷ তেমনই তারা দলের জয়ী প্রার্থীদের অপহরণও করতে শুরু করেছে তারা ৷ এই পরিস্থিতিতে নিরাপত্তার কথা মাথায় রেখে অনেককেই অসম পাঠিয়ে দেওয়া হচ্ছে ৷ ভোট পরবর্তী সন্ত্রাসের আবহে রাজ্যে 355 ধারা প্রয়োগ করার দাবি তুলেছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ৷ যদিও গেরুয়া শিবিরের এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল ৷ সাংসদকে 'পাগল' বলে কটাক্ষ করেছেন তৃণমূলের জেলা সভাপতি ৷

এ নিয়ে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, "গণনার পর থেকেই তৃণমূলের লোকজন আমাদের নির্বাচিত প্রতিনিধিদের উপর চড়াও হচ্ছে ৷ আমাদের কর্মীরাও আক্রান্ত হচ্ছেন ৷ এবারের ভোটে হবিবপুর পঞ্চায়েত সমিতির আসনে ঋষিপুর এলাকা থেকে জয়ী হয়েছেন আমাদের প্রার্থী ৷ তাঁকে এলাকা থেকে তুলে নিয়ে গিয়েছিল ওরা ৷ রাস্তাঘাট তো বটেই, এরা বাড়ি থেকে আমাদের জয়ী প্রতিনিধিদের তুলে নিয়ে যাচ্ছে ৷"

তাঁর কথায়, এ রাজ্যে মানুষের নিরাপত্তা নেই ৷ এখানে পুলিশ-প্রশাসন বলে কিছু নেই ৷ জঙ্গলের রাজত্ব চলছে ৷ এই সরকারের এক মুহূর্ত টিকে থাকা উচিত নয় ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই পুলিশমন্ত্রী ৷ তিনি এখন রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশকে ব্যবহার করছেন ৷ তিনি পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার অধিকার দেননি ৷ ভোটের গণনায় বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছেন ৷ কেউ আবার পাঁচ হাজারেরও বেশি ভোটে শাসকদলের প্রার্থীকে হারিয়েছেন ৷ অথচ প্রশাসন সেই পরাজিত প্রার্থীকেই জয়ের শংসাপত্র দিয়েছে ৷ এসব পশ্চিমবঙ্গে কী চলছে ! এই সরকারের আর এক মুহূর্ত টিকে থাকা উচিত নয় ৷ অবিলম্বে এখানে 355 ধারার দাবি করছেন তিনি ৷

আরও পড়ুন:বিজেপি কর্মীকে খুনের অভিযোগে উত্তাল বামনগোলা থানা এলাকা, পুলিশকে ঝাঁটা নিয়ে তাড়া মহিলাদের

তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বকসি বলেন, "এ নিয়ে আমি কিছুই বলব না ৷ এবার মালদা জেলায় মানুষের ভোট না-পেয়ে ওরা পাগলের মতো করছে ৷ মনে যা আসছে, বলে বেড়াচ্ছে ৷ একটা পাগলের কথা কে বিশ্বাস করবে? ওকে জিজ্ঞাসা করা উচিত, গতবার ত্রিস্তর পঞ্চায়েতে তাঁরা কত আসন পেয়েছিলেন, এবার কত আসন পেয়েছেন ৷ মানুষ ওদের ভোট দেয়নি ৷ আমরা ওদের সদস্য কিনতে যাব কেন? মানুষ আমাদের ভোট দিয়েছে ৷ আর 355 ধারা হাতের মোয়া নয় যে চাইলেই পাওয়া যাবে ৷ এসব ভিত্তিহীন কথাবার্তা ৷ আর বিজেপি হিটলারি পন্থায় পশ্চিমবঙ্গ সরকারকে ঝামেলায় ফেলার চেষ্টা করছে ৷ তাই 355 ধারা নিয়ে চিৎকার করছে ৷"

আরও পড়ুন:57 জন বিজেপি কর্মীর বিরুদ্ধে ধর্ষণের মামলা পুলিশের, অভিযোগ গ্রামবাসীদের

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের পর থেকেই বিজেপির জেলা নেতৃত্ব অভিযোগ করে আসছে, জেলার বিভিন্ন জায়গায় তাদের কর্মী-সমর্থকরা আক্রান্ত হচ্ছে ৷ তৃণমূলের গুণ্ডারা রাতবিরেতে তো বটেই, দিনের আলোতেও তাদের কর্মী-সমর্থকদের আক্রমণ করতে ছাড়ছে না ৷ ফলপ্রকাশের পর তৃণমূলের নজর পড়েছে তাদের জয়ী প্রার্থীদের উপর ৷ তাদের প্রার্থীদের জোর করে তুলে নিয়ে যাচ্ছে তৃণমূল ৷ মূলত গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের জন্যই তারা বিজেপির জয়ী প্রার্থীদের টার্গেট করেছে বলেও অভিযোগ ৷

ABOUT THE AUTHOR

...view details