পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Azadi Ka Amrit Mahotsav বিজেপির আজাদি কা অমৃৎ মহোৎসবের প্ল্যাকার্ডে টিএমসিপির সিবিআই ইডি বিরোধী পোস্টারে মালদায় বিতর্ক - CBI ED

মালদা শহরে দেশের 76তম স্বাধীনতা দিবসে (76th Independence Day) প্রতিটি বাড়িতে যাতে জাতীয় পতাকা ওড়ানোর বার্তা দিয়েছিলেন বিজেপির (BJP) দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি ঘোষ । সেই প্ল্যাকার্ডের উপর সেঁটে দেওয়া রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সিবিআই ইডি বিরোধী পোস্টার । যা মালদায় শুরু হয়েছে রাজনৈতিক লড়াই ৷

Malda Azadi Ka Amrit Mahotsav Poster Controversy
Azadi Ka Amrit Mahotsav বিজেপির আজাদি কা অমৃৎ মহোৎসবের প্ল্যাকার্ডে টিএমসিপির সিবিআই ইডি বিরোধী পোস্টারে মালদায় বিতর্ক

By

Published : Aug 13, 2022, 5:59 PM IST

মালদা, 13 অগস্ট : কেন্দ্রীয় সরকারের উদ্যোগে সারা দেশে চলছে আজাদি কা অমৃত মহোৎসব (Azadi Ka Amrit Mahotsav) । দেশের 76তম স্বাধীনতা দিবসে (76th Independence Day) প্রতিটি বাড়িতে যাতে জাতীয় পতাকা ওড়ে, তার জন্য সরকারিভাবে জাতীয় পতাকাও বিলি করা হচ্ছে । মালদা শহরে সেই বার্তা দিয়েছিলেন বিজেপির (BJP) দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি । শহরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছিল তাঁর সেই বার্তা দেওয়া প্ল্যাকার্ড ।

বিজেপির পোস্টার

কিন্তু আজ সকালে দেখা যায়, শহরের পোস্ট অফিস মোড়ে এমন একটি প্ল্যাকার্ডের উপর সেঁটে দেওয়া রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সিবিআই-ইডি (CBI-ED) বিরোধী পোস্টার । অবশ্য বেলা গড়ালে সেই দৃশ্য আর চোখে পড়েনি । এনিয়ে সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব । যদিও এই ঘটনাকে বিজেপির চাল বলে দাবি করেছে তৃণমূল ।

বিজেপির পোস্টারের উপর টিএমসিপির পোস্টার

বিষয়টি নিয়ে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি ঘোষ বলেন, “স্বাধীনতার 75 বছর পূর্তিতে দেশ জুড়ে আজাদি কা অমৃত মহোৎসব পালিত হচ্ছে । আমরা এই মহোৎসব পালন করার বার্তা দিয়ে মালদা শহরে কিছু প্ল্যাকার্ড লাগাই । ওই কাট আউটে রাজনীতির কোনও ছোঁয়া ছিল না । কিন্তু তৃণমূলের ছাত্র সংগঠন সেই প্ল্যাকার্ডের উপর ইডি-সিবিআই সম্পর্কিত বার্তা দেওয়া পোস্টার সেঁটে দেয় ।’’

তিনি আরও বলেন, ‘‘এটা এক ধরনের রাষ্ট্র বিরোধিতা । যারা এই কাজ করেছে, তারা সবাই ছাত্র । বিজেপি কখনও ছাত্রদের দলীয় রাজনীতিতে আনার পক্ষপাতী নয় । তাই বিজেপির কোনও ছাত্র সংগঠন নেই । কিন্তু বিভিন্ন দুর্নীতিতে বিপন্ন তৃণমূল এখন ছাত্রদের মগজ ধোলাই করে তাদের দিয়ে রাষ্ট্রবিরোধী কাজ করাচ্ছে । তৃণমূলের উচিত, এর জন্য রাষ্ট্র ও সমাজের কাছে ক্ষমা চেয়ে এই কাজের জন্য প্রায়শ্চিত্ত করা ।”

Azadi Ka Amrit Mahotsav বিজেপির আজাদি কা অমৃৎ মহোৎসবের প্ল্যাকার্ডে টিএমসিপির সিবিআই ইডি বিরোধী পোস্টারে মালদায় বিতর্ক

এনিয়ে মন্তব্য করতে গিয়ে জেলা তৃণমূলের (Trinamool Congress) মুখপাত্র শুভময় বসু বিজেপির রাষ্ট্রচেতনা নিয়েই প্রশ্ন তুলেছেন । তিনি বলেন, “বিজেপি বা আরএসএস (RSS) কখনোই স্বাধীনতা সংগ্রামে ছিল না । তাই স্বাধীনতা কিংবা জাতীয় পতাকা নিয়ে কিছু বলা তাদের শোভা পায় না । এই উৎসবকে কেন্দ্র করে বিজেপি একটা প্রচার পাওয়ার চেষ্টা করছে । গতকাল মালদায় টিএমসিপি একটি কর্মসূচি পালন করেছে । তার সুযোগ নিয়ে বিজেপিই আজ একটা পোস্টার তৈরি করে নিজেদের প্ল্যাকার্ডের উপর সেঁটে সস্তায় প্রচার পাওয়ার চেষ্টা করছে ।”

আরও পড়ুন :স্বাধীনতার আলোয় উজ্জ্বল দেশের অনন্য সংস্কৃতি

ABOUT THE AUTHOR

...view details