মালদা, 3 নভেম্বর:মাল থেকে মাচ্ছু ৷ উৎসবের মরশুমে নদীতে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ ৷ বিশেষ করে গত রবিবার সন্ধেয় গুজরাতের মোরবি শহরে মাচ্ছু নদীতে কেবল ব্রিজ ভেঙে 136 জনের মৃত্যুতে কেঁপে ওঠে সারা দেশ ৷ সেই কথা মাথায় রেখেই উত্তরবঙ্গের সবচেয়ে বড় গ্রামীণ রাসমেলা শুরুর আগেই মালদায় একটি জরাজীর্ণ লোহার বেইলি ব্রিজ মেরামতির কাজে হাত দিয়েছে প্রশাসন (Malda Administration Repairs Bailey Bridge) ৷
কালিয়াচক 2 ব্লকের চৌধুরীটোলায় গঙ্গার একটি খাঁড়িতে রয়েছে এই বেইলি ব্রিজ ৷ আগে ব্রিজটি পঞ্চানন্দপুরে গঙ্গা-পাগলার সঙ্গমে ছিল ৷ পরে গঙ্গার ভাঙনে ব্রিজটি পড়ে যায় ৷ তাই বছর 20 আগে সেখান থেকে ব্রিজটি নিয়ে আসা হয় চৌধুরীটোলায় ৷ এই ব্রিজের উপর দিয়ে দু'দিকের কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন ৷ চলে যানবাহনও ৷ কিন্তু সংস্কারের অভাবে বেশ কিছুদিন ধরে ব্রিজটি বিপজ্জনক হয়ে রয়েছে ৷ ব্রিজের উপর লোহার পাত নষ্ট হয়ে গিয়েছে ৷ তৈরি হয়েছে বড়সড় ফাঁক-ফোঁকর ৷
ব্রিজটি সংস্কারের জন্য অনেকদিন ধরেই প্রশাসনের সব মহলে আবেদন জানিয়ে আসছিলেন স্থানীয় মানুষজন ৷ কিন্তু কাজ হয়নি ৷ শেষ পর্যন্ত মাচ্ছু নদীর দুর্ঘটনার পর নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে প্রশাসন ৷ কারণ, 4 অক্টোবর শুক্রবার থেকেই চৌধুরীটোলা সংলগ্ন দামোদরটোলায় অনুষ্ঠিত হতে চলেছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় গ্রামীণ রাসমেলা ৷ ওই মেলায় প্রতিদিন লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে ৷ তাঁরা সেই ব্রিজের উপর দিয়েই যাতায়াত করবেন ৷ তাই মেলা শুরুর আগেই ব্রিজটি মেরামত করার জন্য বাঙ্গীটোলা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে নির্দেশ দিয়েছেন বিডিও ৷ বুধবার থেকেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে ৷