মালদা, 18 এপ্রিল :সরকারি প্রকল্প 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ ৷ অভিযোগের তির চাঁচল 1 নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ৷ অভিযোগ, 100 দিনের কাজে কোনও পুকুর, নালা খনন না করেই 52 লক্ষ টাকা আত্মসাৎ করেছে পারভিনা খাতুন ৷ শুধু পঞ্চায়েত প্রধান নয়, দুর্নীতির অভিযোগ উঠেছে উপপ্রধান-সহ বেশ কয়েকদেনর বিরুদ্ধে ৷
জানা গিয়ছে, 2021 সালে 100 দিনের কাজ প্রকল্পে খরবা গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে গ্রামবাসীদের নামে ন’টি পুকুর খনন প্রকল্পের অনুমোদন হয় ৷ প্রতিটি পুকুর খননের জন্য 5 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল ৷ সেইসঙ্গে এলাকার নিকাশি ব্যবস্থা ও নালা খননের জন্য বরাদ্দ হয়েছিল 7 লক্ষ টাকা ৷ কোনও কাজ না করেই কাজের জন্য বরাদ্দ হওয়া 52 লক্ষ টাকা তুলে নিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান ৷