মালদা, ১৪ মার্চ : কোরোনা আতঙ্কে আজ রাত ১২টা থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে ইন্দো-বাংলা, ইন্দো-ভুটান, ইন্দো-নেপাল ও ইন্দো-মায়নমার সীমান্তের সমস্ত চেকপোস্ট ৷ আজই এই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যাচ্ছে মালদার মহদিপুর সীমান্ত চেক পোস্ট ৷ জানালেন সীমান্ত চেকপোস্টের কাস্টমস সুপার ৷ এদিকে কোরোনা সন্দেহে এই মুহূর্তে মালদা মেডিকেলের বিশেষ আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয়েছে তিনজনকে ৷ তারা সবাই সম্প্রতি ভিন রাজ্য থেকে জেলায় ফিরে এসেছে বলে জানা গিয়েছে ৷ সোমবার থেকে মালদা মেডিকেলের নির্মীয়মান ট্রমা কেয়ার ইউনিটের একতলায় খোলা হচ্ছে ৫০ বেডের বিশেষ আইসোলেশন ওয়ার্ড ৷ সেখানে ৩৫ জন পুরুষ ও ১৫ জন মহিলার চিকিৎসা করা যাবে ৷
দেশে কোরোনায় আক্রান্ত 89 জন ৷ ইতিমধ্যে মৃত্যু হয়েছে দু’জনের ৷ পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷ আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এক নির্দেশিকা জারি করে দেশের সমস্ত সীমান্ত চেকপোস্ট বন্ধ করার কথা জানিয়েছে ৷ রাত 12 টা থেকে সেই নির্দেশিকা কার্যকর হবে ৷ এর ফলে বন্ধ হয়ে যাচ্ছে মালদার মহদিপুর, উত্তর দিনাজপুরের রাধিকারপুর ও দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই স্থল বন্দরগুলি দিয়ে কোনও মানুষকে দুই দেশের মধ্যে যাতায়াত করতে দেওয়া হবে না ৷ আজ সেকথা জানিয়েছেন মহদিপুর চেকপোস্টের কাস্টমস সুপার দেবাশিস চক্রবর্তী ৷ তিনি বলেন, “আজ কয়েকজন বাংলাদেশি ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেদেশে ফিরে গিয়েছেন ৷ ওপার থেকেও কয়েকজন ভারতীয় আজ ফিরে এসেছে ন৷ সীমান্তে তাঁদের প্রত্যেককেই যথাযথ স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে ৷ তবে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় আজ রাত 12 টা থেকে চেকপোস্ট বন্ধ করে দেওয়া হচ্ছে ৷ আগামীকাল থেকে কাউকে দুই দেশের মধ্যে যাতায়াত করতে দেওয়া হবে না ৷"