মালদা, 25 অগস্ট: ভূতুড়ে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়ে এর আগেও অভিযোগ উঠেছিল । এলাকাবাসীর বিক্ষোভও হয়েছিল । সেই সময় বলা হয়েছিল, এক মাসের মধ্যে এই শিক্ষক ও শিক্ষাকর্মীরা তাঁদের নিয়োগপত্র সবার সামনে পেশ করবেন (Madrasa protest)। তা করতে পারেননি তাঁরা । শেষ পর্যন্ত আজ অভিভাবক ও ছাত্রছাত্রীরা মাদ্রাসায় তালা দিয়ে বিক্ষোভ দেখান । ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মিলনগড় সাজ্জাদিয়া হাই মাদ্রাসায় (Milangarh Sajjadia High Madrasa) ৷
এ নিয়ে এক অভিভাবক মণিরুল ইসলাম বলেন, "এই মাদ্রাসায় ছ'জন ভূতুড়ে কর্মী কাজ করে যাচ্ছেন । তাঁরা কীভাবে কাজ করছেন কেউ জানে না । তাঁরা কোনও নিয়োগপত্র দেখাতে পারছেন না । 2017 সালে এখানে শেষবার পরিচালন কমিটির নির্বাচন হয় । সেই নির্বাচনে কংগ্রেস জিতেছিল । দায়িত্বে এসেই তারা যা ইচ্ছে তা করতে শুরু করে । এনিয়ে এর আগেও আমরা বিক্ষোভ দেখিয়েছিলাম । তদন্ত দাবি করেছিলাম । কিন্তু কোনও তদন্ত হয়নি । তাই আজ ফের বিক্ষোভ দেখাচ্ছি । থানার আইসি সকাল থেকেই এখানে আছেন । এখন বিডিও ও কোরিয়ালি চক্রের এসআই আসলেন । দেখি, তাঁরা কী বলেন । তবে এই ভূতুড়ে কর্মীদের না সরানো পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ।"