মালদা, 26 মে : " পৌরভোটে লোকসভা ভোটের ফল কোনও প্রভাব ফেলবে না ।" এমনই দাবি করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক নীহাররঞ্জন ঘোষ । এবার লোকসভা ভোটে পুরাতন মালদা ও ইংরেজবাজার পৌরসভায় লিড পেয়েছে BJP । আগামী বছর এই দুই পৌরসভাতে নির্বাচন হওয়ার কথা । যদিও মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও রাজ্যের কয়েকটি পৌরসভায় নির্বাচন স্থগিত রেখেছে রাজ্য সরকার । যেমন মেয়াদ শেষ হওয়ার একবছর পরেও বালুরঘাট সহ অন্যান্য পৌরসভাগুলিতে এখনও পর্যন্ত নিযুক্ত রয়েছে প্রশাসক ।
নীহাররঞ্জনবাবু বলেন, "লোকসভা নির্বাচনের আগে মানুষের কাছে গেছিলাম । মানুষ বলেছিল এটা আপনার ভোট নয়, এটা দিল্লির ভোট । আমরা মানুষকে বোঝাতে পারিনি যে, এই ভোটে জিতলে উন্নয়নের সুযোগ আরও বাড়বে । আর যে ওয়ার্ডগুলি সংখ্যালঘু অধ্যুষিত হলেও BJP লিড পেয়েছে, সেখানে সংখ্যালঘু ভোট কংগ্রেস ও তৃণমূলের মধ্যে ভাগ হয়ে গেছে । গত লোকসভা নির্বাচনেও এই পৌরসভায় BJP 40 হাজার ভোটে লিড পেয়েছিল । পোস্টাল ব্যালটে BJP-র এগিয়ে যাওয়ার কারণ রয়েছে । তৃণমূলের নেতৃত্বের প্রতি সরকারি কর্মীদের একটা ক্ষোভ রয়েছে ৷ DA নিয়ে এই ক্ষোভ । এবার দক্ষিণ মালদা কেন্দ্রের বাম কর্মী-সমর্থকরা তাদের প্রার্থীকে না দিয়ে BJP-কে ভোট দিয়েছে । তবে যাই হোক, BJP-র এই ঝড় থাকবে না । আমাদেরও ভুলভ্রান্তি রয়েছে । ঠিক করে নেওয়া হবে ।"