পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে আড্ডাবাজদের "সবক" শেখাতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেপ্তার 2 - পুলিশ আক্রন্ত

লকডাউনের মধ্যেই চলছিল চায়ের আড্ডা । পুলিশের বারণ সত্ত্বেও তোয়াক্কা করেনি ওই সকল ব্যক্তি । পরে পুলিশ জোর করে তাদের সরাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট । ঘটনায় গ্রপ্তার দুই ।

ছবি
ছবি

By

Published : Apr 8, 2020, 8:53 AM IST

মালদা, 8 এপ্রিল : লকডাউনে আড্ডাবাজদের "সবক" শেখাতে গিয়ে আক্রান্ত হল পুলিশ ৷ ঘটনাটি হরিশ্চন্দ্রপুর থানার ঝিঝোট গ্রামের ৷ পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট । জখম হন কয়েকজন সিভিক ভলান্টিয়ার । পরে ঘটনাস্থানে পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ৷

পুলিশ সূত্রের খবর, গতকাল বিকেলে লকডাউনের পরোয়া না করেই ঝিঝোট গ্রামের একটি চায়ের দোকানে বসেছিল আড্ডার আসর ৷ সেই সময় সেখানে উপস্থিত হয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷ দু’একজন পুলিশকর্মীর সঙ্গে ছিলেন বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ার ৷ তাঁরা ওই ব্যক্তিদের বাড়ি ফিরে যেতে বলেন ৷ এই নিয়ে দু’পক্ষের মধ্যে শুরু হয় বাদানুবাদ ৷ সেই সময় পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা জোর করে আড্ডাবাজদের সেখান থেকে সরানোর চেষ্টা করেন ৷ তখনই পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করেন ওই সকল ব্যক্তি ৷ পরিস্থিতি বেগতিক দেখে তখনকার মতো সেখান থেকে সরে যান পুলিশকর্মীরা ৷ কিছুক্ষণ বাদে হরিশ্চন্দ্রপুর থানার IC সঞ্জয়কুমার দাসের নেতৃত্বে সেখানে উপস্থিত হয় পুলিশবাহিনী ৷ শুরু হয় পাকড়ও ৷ ঘটনাস্থান থেকে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

লকডাউনের মধ্যে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় বিহার সংলগ্ন গ্রামগুলিতে মানুষজনের রাস্তায় ঘোরাঘুরির ছবি বেশি ধরা পড়ছে ৷ তাই সেই গ্রামগুলিতে নজর রাখছিল পুলিশ ৷ ঝিঝোট গ্রামটিও বিহার সীমান্ত লাগোয়া ৷ এই এলাকা থেকে প্রায় 75 জনকে লকডাউন ভাঙার অভিযোগে আটক করা হয়েছে ৷ এদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে ৷ তবুও এনিয়ে বিশেষ হেলদোল নেই এলাকার মানুষের ৷ আজ পুলিশের উপর হামলার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায় ৷ পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, " ওই গ্রামের বেশ কিছু মানুষ লকডাউন উপেক্ষা করে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন ৷ সেখানে পুলিশ হানা দেয় ৷ তাতেই একদল লোক পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করে ৷ তবে এই ঘটনায় পুলিশের কেউ তেমন আহত হননি ৷ আপাতত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ঘটনায় জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চলছে ৷"

ABOUT THE AUTHOR

...view details