মালদা, 2 মে : লকডাউনের জেরে এক মাসেরও বেশি সময় ধরে হাতে কোনও কাজ নেই । রুজি রোজগার বন্ধ । বাড়িতে দু'বেলা খাবারের জন্য তাঁর দিকে তাকিয়ে থাকত বিবি সহ ছেলেমেয়ে । এদিকে মুম্বই কাজে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে বড় ছেলে ৷ তারও কোনও খবর নেই । এসব নিয়েই মানসিক অবসাদে ভুগছিলেন । এরপরই একটি গাছে বছর সাতচল্লিশের এক শ্রমিকের ঝুলন্ত দেহ মেলে ৷ অনুমান, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি। মৃতের নাম সানাউল্লাহ শেখ ৷ পুরাতন মালদার যাত্রাডাঙার হালনা মহম্মদপুরের ঘটনা ।
সানাউল্লাহ শেখ । শ্রমিকের কাজ করেই সংসার চালাতেন । বড় ছেলে শাহনাজ আলি (18) মাস দেড়েক আগে কাজের জন্য মুম্বইয়ে যায়। কিন্তু লকডাউনের জেরে সেখানেই আটকে রয়েছে সে ৷ কয়েকদিন তার অসুস্থতার খবর পান সানাউল্লাহ । এরপর দিন দশেক ধরে ছেলের কোনও খবর পাওয়া যায়নি ৷ এদিকে নিজের কাজকর্মও বন্ধ। বাড়িতে বিবি ছাড়াও রয়েছে বছর 14-র মেয়ে ও ছ'বছরের একটি ছেলে রয়েছে ৷ কয়েকদিন আগেই ফুরিয়েছে ঘরের খাবার ৷ রেশন থেকে পাওয়া খাদ্যসামগ্রীও শেষ ৷ এই পরিস্থিতিতে পড়শিরা সাধ্যমতো সাহায্য করছিল ৷ কিন্তু একের পর এক সমস্যা আর মানসিক চিন্তায় অবসাদে ভুগছিলেন সানাউল্লাহ ৷ আর সেই অবসাদই প্রাণ কেড়ে নিল তাঁর ।