মালদা, 15 এপ্রিল : লকডাউনের মাঝে মদের বোতল পাচার করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে মালদা শহরের এক নামি পানশালার কর্মী ৷ কোথায় যাচ্ছেন বা কী করতে যাচ্ছেন জিজ্ঞাসা করলে শুরু হয় ঝামেলা । পরে সকলের সামনে ওই কর্মী স্বীকার করে নেন, মালিকের নির্দেশেই তিনি মদের বোতল পাচার করছিলেন ৷ পরিস্থিতি বেগতিক দেখে এলাকা ছাড়েন যুবক । নিজের মোবাইল ফোন বন্ধ করে দেন ওই পানশালার মালিক ৷ গোটা ঘটনায় প্রশ্ন উঠছে জেলা আবগারি বিভাগের ভূমিকা নিয়ে ৷ যদিও তাদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, লকডাউনের মধ্যে মদ বিক্রির কোনও অনুমোদন নেই ৷ বিষয়টি কানে যাওয়ায় নড়েচড়ে বসেছে জেলা প্রশাসনও ৷ অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ৷
আজ সকালে ঘটনাটি ঘটেছে মালদা শহরের অতুল মার্কেট এলাকায় ৷ সেখানে একটি নামি পানশালা রয়েছে ৷ আজ সকালে সেই পানশালার এক কর্মীকে ব্যাগ বোঝাই করে মদের বোতল বের করতে দেখা যায় ৷ শুধু তাই নয়, ওই কর্মী রাস্তার ধারে মদের বোতলগুলি ব্যাগে গোছাচ্ছিলেন ৷ যা দেখার পর স্থানীয়দের একাংশ তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে ৷ ওই কর্মী সাফ জানিয়ে দেন, মালিকের নির্দেশেই তিনি পানশালা থেকে কয়েকটি মদের বোতল বের করে নিয়ে যাচ্ছিলেন ৷ এরপরই অসন্তোষ ছড়িয়ে পড়ে এলাকায় ৷ পরিস্থিতি জটিল হচ্ছে দেখে সুযোগ বুঝে মদের ব্যাগ নিয়ে কেটে পড়েন ওই কর্মী ৷