পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Road Block in Malda : 10 বছরেও বেহাল রাস্তা, একের পর এক দুর্ঘটনা ; সংস্কার দাবিতে অবরোধ রতুয়া-বাহারাল রাজ্য সড়ক - Locals block Ratua Baharal state highway demanding road repair

রতুয়া 1 নম্বর ব্লক অফিসের সামনের রাস্তা রতুয়া-বাহারাল রাজ্য সড়ক ৷ যে রাস্তার বেহাল দশা গত 10 বছর ধরে ৷ খোদ বিডিও সেই রাস্তা দিয়ে যাতায়াত করেন ৷ কিন্তু, রাস্তা মেরামতির কোনও উদ্যোগ নেননি বলে অভিযোগ স্থানীয়দের ৷ আজ ওই রাস্তায় দু’টি দুর্ঘটনা ঘটায়, পথ অবরোধ শুরু করেন স্থানীয়রা (Ratua Baharal State Highway Block by Locals) ৷ পরে বিডিও ঘটনাস্থলে গিয়ে রাস্তায় মেরামতির প্রতিশ্রুতি দিতে পথ অবরোধ তোলেন বিক্ষোভকারীরা ৷

Malda News
সংস্কার দাবিতে অবরোধ রতুয়া-বাহারাল রাজ্য সড়ক

By

Published : May 14, 2022, 4:43 PM IST

মালদা, 14 মে : রতুয়া 1 নম্বর ব্লক অফিস ৷ গেটের সামনে দিয়ে গিয়েছে রতুয়া-বাহারাল রাজ্য সড়ক ৷ প্রতিদিন এই রাস্তা দিয়েই অফিসে যাতায়াত করতে হয় বিডিও-কে ৷ এই রাস্তা দিয়ে দিনে একাধিকবার যাতায়াত করেন স্থানীয় বিধায়ক ৷ কিন্তু, এই রাস্তার প্রায় 300 মিটার অংশ যানবাহন চলাচলের অনুপযুক্ত বলে অভিযোগ ৷ তারাতলা মোড় থেকে চেকপোস্ট পর্যন্ত অংশে দীর্ঘ 8-10 বছর ধরে এক ছবি ৷ রাস্তার জন্য দুর্ঘটনায় 4-5 জনের মৃত্যুও হয়েছে ৷ গতবছর রাস্তা সংস্কারের দাবিতে হয়েছে পথ অবরোধ (Ratua Baharal State Highway Block by Locals) ৷ সেখানে বিডিও নিজে রাস্তা দ্রুত সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ কিন্তু, প্রতিশ্রুতি রক্ষা হয়নি ৷

গতকাল বিকেলে সামান্য বৃষ্টিতে সেই রাস্তা ফের পাহাড়ি পথের চেহারা নিয়েছে ৷ আজ সকাল থেকে ঘটেছে একাধিক দুর্ঘটনা ৷ সেই দৃশ্য দেখে ক্ষিপ্ত মানুষজন আজ সকাল 10টা থেকে পথ অবরোধ শুরু করে দেন ৷ ক্ষোভ উগরে দেন বিডিও এবং বিধায়কের বিরুদ্ধে ৷ শেষ পর্যন্ত বেলা একটা নাগাদ বিডিও ফের ঘটনাস্থলে গিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে ৷ কিন্তু, এরপরেও যদি সমস্যার সমাধান না হয় ? সেক্ষেত্রে আরও বড় আন্দোলনের হঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা ৷

অবরোধে শামিল মহম্মদ সাফিজুদ্দিন বলছেন, “সকালে আমরা চায়ের দোকানে বসেছিলাম ৷ চোখের সামনে দু’টো টোটো এই বেহাল রাস্তার জন্য উলটে গেল ৷ তাতে সওয়ার থাকা দুই মহিলা সৌভাগ্যবশত প্রাণে বেঁচে গিয়েছেন ৷ এর পরেই আমরা রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধের সিদ্ধান্ত নিই ৷ আমরা এখানে বিডিও এবং এলাকার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের অপেক্ষায় রয়েছি ৷ কতদিনের মধ্যে তাঁরা রাস্তা সংস্কার করবেন ? তা না জানানো পর্যন্ত অবরোধ আমরা তুলব না ৷ এই রাস্তা দিয়ে তাঁরা দু’জন প্রতিদিন কয়েকবার করে যাতায়াত করেন ৷ তাঁরা কি রাস্তার বেহাল দশা দেখতে পান না ? অথচ তাঁরা এই রাস্তা সংস্কারে কোনও উদ্যোগ নিচ্ছেন না ৷’’

ভাঙাচোরা রাস্তা সংস্কারের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করলেন স্থানীয়রা

আরও পড়ুন : River Land Theft in Malda : প্রশাসনের মদতে মহানন্দার নদী খাতের পাট্টা বিলির অভিযোগ

আরেক অবরোধকারী মহম্মদ আজহারউদ্দিন বলেন, “গতকাল বৃষ্টির পরেই চিন্তায় ছিলাম, এই রাস্তার ছবিটা কী দেখব ? গতকালও এই রাস্তা নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট হয়েছে ৷ আজ আমি নিজে রাস্তার দশা নিয়ে ফেসবুক লাইভ করছিলাম ৷ সেই সময়ই দু’টো টোটো উলটে যায় ৷ টোটোয় থাকা এক বৃদ্ধা কোনওরকমে বেঁচে যান ৷ তবে, তাঁর সঙ্গে থাকা বাচ্চাগুলির অবস্থা খারাপ হয়ে যায় ৷ গতবার এই রাস্তার জন্যই দুর্ঘটনায় একজন মারা যান ৷ সেই ঘটনা নিয়ে আমরা পথ অবরোধ করেছিলাম ৷ বিডিও এসে জানিয়েছিলেন, রাস্তা সংস্কার করা হবে ৷ কিন্তু, শুধু ইটের টুকরো ফেলা ছাড়া রাস্তার কোনও কাজ হয়নি ৷ সেই ইট কবেই হাপিশ হয়ে গিয়েছে ৷ এখনও পর্যন্ত রাস্তার জন্য 4-5 জন মারা গিয়েছেন ৷ আজ বিডিও কিংবা বিধায়ককে এখানে এসে জানাতে হবে, কতদিনে রাস্তা ঠিক করা হবে ?”

আরও পড়ুন : Bad Road Condition : 3 বছর পার, পঞ্চায়েতের আশ্বাস সত্ত্বেও ঝাঁঝরা গ্রামের কাঁচা রাস্তা হয়নি পাকা

বেলা সাড়ে 12টা নাগাদ বিডিও রাকেশ টোপ্পো অবরোধস্থলে যান ৷ তিনি জানান, দ্রুত রাস্তায় জমে থাকা জল নিষ্কাশনের ব্যবস্থা করছেন তিনি ৷ রাস্তার বেহাল অংশ মেরামতের জন্য তিনি দ্রুত পদক্ষেপ নিচ্ছেন বলে আশ্বাস দিয়েছেন ৷ তাঁর এই আশ্বাসের পরেই দুপুর একটা নাগাদ অবরোধ উঠে যায় ৷ যদিও এ নিয়ে বিডিও সংবাদমাধ্যমকে কিছু বলতে রাজি হননি ৷

ABOUT THE AUTHOR

...view details